Select Page

ফুল বাগানে প্রেম ও সংঘাত (টিজার)

ফুল বাগানে প্রেম ও সংঘাত (টিজার)

sltana-bibiana-bappy-anchol

হিমেল আশরাফ পরিচালিত প্রথম সিনেমা ‘সুলতানা বিবিয়ানা’র কথা ভাবলেই ঢালিউড দর্শকদের চোখে ভেসে ওঠবে কিছু সুন্দর দৃশ্য। তার মধ্যে আছে ফুলের বাগান, যেখানে দেখা যায় বাপ্পীআঁচলকে।

দুই তারকার ভক্তরা অনেকদিন ধরে সিনেমাটির জন্য অপেক্ষা করছেন। এবার টিজার প্রকাশ করে চূড়ান্ত সময়ের জানান দেওয়া হলো।

শুক্রবার রাতে অনলাইনে প্রকাশ হয় ‘সুলতানা বিবিয়ানা’র টিজার। দেড় মিনিটের ওই ভিডিওতে স্থান পেয়েছে সিনেমাটির টুকরো টুকরো দৃশ্য। বোঝা যায় গল্পে বেশ টেনশন থাকবে, থাকবে অনেক সিনেম্যাটিক মুহূর্ত।

ঈদুল আজহায় মুক্তি পাবে ‘সুলতানা বিবিয়ানা’। এর আগেই ধাপে ধাপে প্রকাশ হবে ট্রেলার ও গান।

টিজার প্রকাশের মাধ্যমে ঈদের অন্য সিনেমাগুলো থেকে এগিয়ে গেল ‘সুলতানা বিবিয়ানা’। এর আগে ‘রক্ত’র গান ও টিজার প্রকাশ হলেও সিনেমাটি ঈদে আসবে কিনা অনিশ্চিত।

‘সুলতানা বিবিয়ানা’র চিত্রনাট্য লিখেছেন সমুদ্রে নিখোঁজ হওয়া নাট্যকার ফারুক হোসেন। আরো অভিনয় করেছেন অমিত হাসান, মামুনুর রশীদ, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। ২০১৫ সালে যশোর ও রাজবাড়ীতে ছবিটির বেশির ভাগ অংশের শুটিং করা হয়। এ বছর এফডিসিতে সেট ফেলে করা হয় বাকি অংশের শুটিং।


মন্তব্য করুন