Select Page

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ‘যদি একদিন’, দেখুন চমৎকার একটি গান

ফেব্রুয়ারিতে মুক্তি পাবে ‘যদি একদিন’, দেখুন চমৎকার একটি গান

# দ্বিতীয় গান প্রকাশে সাড়া পেল ‘যদি একদিন’
# পরিচালক জানালেন, সিনেমাটি মুক্তি পাবে ফেব্রুয়ারিতে
# গানটিতে তাহসানের সঙ্গে আছে রাইসা। কণ্ঠ দিয়েছেন হৃদয় খান

অনলাইনে উন্মুক্ত হলো তাহসান অভিনীত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের সিনেমা ‌‘যদি একদিন’ এর নতুন একটি গান। শিরোনাম ‘লক্ষ্মীসোনা’। এসএ হক অলিকের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। সংগীত পরিচালনাও তারই। তবে এই গানটির সঙ্গে পর্দায় বাবা ও মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে তাহসান খান ও শিশুশিল্পী রাইসাকে।

আর জানা গেছে ফেব্রুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি।

আরটিভি মিউজিক-এর ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার উন্মুক্ত হওয়া বিশেষ এই গানটি প্রকাশের পর অন্তর্জালে পড়ে গেছে শোরগোল। প্রশংসায় ভাসছেন অভিনয়ের জন্য তাহসান খান আর গানের জন্য হৃদয় খান।

গানটি প্রসঙ্গে পরিচালক রাজ বলেন, ‘সবাই বলে আমার সিনেমার গানগুলো নাকি ভালো হয়, তবে আমি আমার লাইফে যতগুলো গান করিয়েছি সিনেমা বা নাটকের জন্য তার মধ্যে সবচেয়ে আমার ভাললাগার গান #লক্ষীসোনা! এই গানটি শুনলে সত্যিই বিশ্বাস হয় আমার সিনেমার গান ভালো হয়। তবে কথা দিচ্ছি গানের মত #যদিএকদিন সিনেমাটিও আপনাদের ভালো লাগবে। আজ Hridoy Khan এর জন্মদিন তাই আজকে গানটির ভিডিওটি রিলিজ দিলাম।

গানের কথা লিখেছেন এস এ হক অলিক ভাই, সুর সংগীত ও কন্ঠ দিয়েছেন #Hridoykhan! অডিও গানটি করার সময়কার একটি গল্প আছে সেটা অন্য একদিন বলবো, আজকে শুধু গানটি দেখা এবং শুনার পালা। সবার ভালো লাগবে আশা করি। বিশেষ করে বাবা মেয়ের তো ভালো লাগবেই! আর হে আসছে ফেব্রয়ারী মাসের যেকোন দিন আসছে আপনাদের পাশের প্রেক্ষাগৃহে। সবাই দোয়া করবেন!’

এর আগে সিনেমাটির আরো একটি প্রকাশ হয়ে প্রশংসা পেয়েছে। আরো অভিনয় করেছেন তাসকিন রহমান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।


মন্তব্য করুন