Select Page

ফের সাইমন-মাহি

ফের সাইমন-মাহি

saymon-mahi

পোড়ামন‘র পর আবারও জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন সাইমন সাদিকমাহিমোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘ইফতেখার’ এ দেখা যাবে তাদের রসায়ন।

‘ইফতেখার’ নামক একজন টেরোরিস্ট সামাজিক প্রতিবন্ধকতার মুখে পড়ে অন্ধকারের পথে পা বাড়ায়। আর তার ভালোবাসার জীবন নিয়েই গল্পটি এগিয়ে যায়। ইফতখারের ভূমিকায় দেখা যাবে সাইমনকে। আর তার জীবনে প্রেমিক হিসেবে আসবেন মাহি।

এ প্রসেঙ্গ সাইমন বলেন, ‘ইফতেখারের গল্প শুনেছি। বেশ চমৎকার। প্রত্যাশা করছি দর্শকদের ভালো লাগবে। তাছাড়া, আমাদের জুটির একটি ট্রেডমার্ক সাফল্য রয়েছে। এবার চেষ্টা থাকবে নতুন করে আরো এগিয়ে যাবার। দর্শকদের জন্য বিশেষ একটি উপহার হবে ‘ইফতেখার’ ছবিটি।’

মাহি বলেন, ‌’অনেক দিন পর সাইমনের সঙ্গে কাজ করতে যাচ্ছি। আমাদের ‌’পোড়ামন’ ছবিটি দারুণ আলোচিত এবং ব্যবসাসফল ছিল। এবারের ছবিটির গল্প এবং চরিত্রটিও খুব চমৎকার। নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে। আশা করছি এবারেও ভালো কিছু হবে।’

এসএস মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ছবিটির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সাংবাদিক সুদীপ্ত সাইদ খান।


মন্তব্য করুন