Select Page

ফেসবুকের আয় দিয়ে ফ্ল্যাট কিনেছেন জয়

ফেসবুকের আয় দিয়ে ফ্ল্যাট কিনেছেন জয়

অভিনেতা হিসেবে ব্যর্থতার পর উপস্থাপনায় টাকার অঙ্কে দারুণ সফল শাহরিয়ার নাজিম জয়। শুধু ফেসবুক থেকে এক বছরে আয় করেছেন প্রায় ৮০ লাখ টাকা। আর এই টাকা দিয়ে একটি ফ্ল্যাটও কিনেছেন তিনি।

গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে ফেসবুকে ফ্ল্যাট ক্রয়ের একটি দলিলের ছবি পোস্ট করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘২০২৩ সালে নাজিম জয় পেজের ভিউ ১০০ মিলিয়ন। আয় প্রায় ৫০ হাজার ডলার। স্পন্সর থেকে আয় ২৫ লক্ষ টাকা এবং একটি ফ্ল্যাট। ডিজিটাল বাংলাদেশ জিন্দাবাদ।’

জয় ইনডিপেনডেন্ট ডিজিটালকে বলেন, ‘এটা আমার আয় নয়। আয়ের একটা অংশ মাত্র। মূলত নতুন ক্রিয়েটরদের উৎসাহ দিতেই আমি ফেসবুকে এটি প্রকাশ করেছি। আর সত্যি বলতে, ভার্চুয়াল জগৎ থেকে এমন আর্নিং আমাকে অভুতপূর্ব আনন্দ দিয়েছে।’

এক বছরে জয়ের এমন অর্জনে বিস্ময়ও প্রকাশ করেছেন অনেকে। আবার এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছে অনেক ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।


Leave a reply