Select Page

ফেসবুক নিয়ে আশিকুর রহমানের ক্ষোভ

ফেসবুক নিয়ে আশিকুর রহমানের ক্ষোভ

‘বাংলাদেশে মগের মুল্লুক চলছে কিনা জানি না, কিন্তু অনলাইনে মগের মুল্লুকের চেয়েও খারাপ অবস্থা চলছে। যার যা মন চাচ্ছে বলছে, দেখাচ্ছে, করছে। মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের অবস্থা যার যেটা সুবিধা সেটা বলছে। সত্যি তো হারিয়ে গেছে অনেক আগেই।’ উল্লেখিত কথাগুলো ‘কিস্তিমাত’খ্যাত পরিচালক আশিকুর রহমানের। বুধবার এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি ফেসবুকের নিজের ক্ষোভ প্রকাশ করেন। তুলে ধরেন চলচ্চিত্র নিয়ে চলা বিভ্রান্তিকর প্রচারণা ও সুবিধাবাদী বিশ্লেষণের নানা দিক।

12046776_10208112611317593_5968093761969441355_n

এবার পড়ে নিন পুরো স্ট্যাটাস— “বাংলাদেশে মগের মুল্লুক চলছে কিনা জানি না, কিন্তু অনলাইনে মগের মুল্লুকের চেয়েও খারাপ অবস্থা চলছে। যার যা মন চাচ্ছে বলছে, দেখাচ্ছে, করছে। মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের অবস্থা যার যেটা সুবিধা সেটা বলছে। সত্যি তো হারিয়ে গেছে অনেক আগেই। বিভিন্ন ব্যক্তি আক্রমণাত্মক আচরণ করছে আরেকজনের সাথে, যা মন চায়, গালিগালাজ করছে তারা। অনলাইন ফ্রি, কে ঠেকায় কাকে? জাত-ধর্ম সব ভুলে শত্রুর মা-বোন উদ্ধার করে ফেলা হচ্ছে। বিশাল বিশাল ভাষণধারী অনেককে আমি ফেসবুকে চিনি, যারা ব্যক্তি জীবনে বিশাল ভণ্ড। লজ্জায় বলতে পারি না, সত্য গুলা। অনলাইন উড়ায় ফেলে বাংলা সিনেমার চিন্তায়, অতীত ঘাটালে ঘর থেকে বাইর হতে পারবে না এমন অবস্থা। কারো সম্মানের কোনো দামই নাই এইখানে। আপনারা কি জানেন চীন এত উন্নতি করেছে কেন? কারণ আমার এক চাইনিজ বন্ধু বলল, চীনে নাকি ফেসবুক এখনও নিষিদ্ধ। এই জাতি ডেফিনিটলি উন্নতি করবে। কারণ যে দিন আমার ঢাকার বাসার দারোয়ান বলল, ‘ভাইয়া আপনারে ফেসবুক এ এড পাঠাইসি, গ্রহন কইরেন!!!!’ সেদিন ই বুজচ্ছি ফেসবুক থেকে চলে যাওয়ার সময়, অতি শিগগিরই আসন্ন। ফেসবুকে সবাই সমান। আর যেখানে সবাই সমান, সেটা আজ হউক আর কাল হউক, সেটা মগের মুল্লুক হবেই। শ্রেণী বৈষম্য করি আর নাই করি, ইহাই পৃথিবীর নিয়ম। পৃথিবী সাক্ষী, ইতিহাস সাক্ষী।”

পড়াশোনার জন্য আশিকুর বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। মুক্তি অপেক্ষায় রয়েছে তার নির্মিত ‘গ্যাংস্টার রিটার্নস‘ ও ‘মুসাফির’। এ ছাড়া প্রস্তুতি নিচ্ছেন ‘ম্যাডাম ফুলি ২’ সিনেমার। এটি চলতি বছরে শুটিং ফ্লোরে যাবে।


মন্তব্য করুন