Select Page

ফ্যানপেজ মৌসুমীর

ফ্যানপেজ মৌসুমীর

ফ্যানপেজ খুললেন  মৌসুমী। ২৯ এপ্রিল যাত্রা শুরু করেছে তাঁর পেজটি। এরই মধ্যে ফ্যান ও ফলোয়ারের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১১ হাজারের বেশি। প্রতিদিনই দুই থেকে তিনটি স্ট্যাটাস দিচ্ছেন মৌসুমী। আর তা লাইক, কমেন্টস ও শেয়ার করছেন অনুসারীরা।

মৌসুমী বলেন, ‘ফেসবুক ছাড়া আজকাল চলেই না। আর ফ্যানপেজ তো একজন তারকার জন্য খুবই দরকারি বিষয়। এত দিন বিভিন্ন কারণে পেজটা খোলা হয়নি। পরে ভেবে দেখলাম পিছিয়ে যাচ্ছি। তাই শুরু করা। এখন থেকে ভক্তরা আমার নিয়মিত খবরাখবর এখানেই পাবেন। কোন ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছি, কখন কোথায় যাচ্ছি, কী করছি তার সব তথ্যই থাকবে আমার পেজে। ’

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন