বউ চোর শাকিব
একুশে টেলিভিশনে অনেক আগে প্রচারিত হয়েছে খন্ড নাটক ‘বউ চোর’। আমজাদ হোসেনের লেখা নাটকটি পরিচালনা করেন সোহেল আরমান। এবার এর কাহিনীর সঙ্গে মিল রেখে চলচ্চিত্রের কাহিনী লিখেছেন আমজাদ হোসেন। আর ‘বউ চোর’ নামের ছবিটিতে অভিনয় করবেন শাকিব খান।
হুমায়ুন কবিরের প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন সোহেল আরমান। তিনি বাংলানিউজকে বলেন, এরই মধ্যে ছবিটির নাম আমরা এফডিসিতে লিপিবদ্ধ করেছি। শাকিবের সঙ্গেও কথা চূড়ান্ত হয়েছে। তার সহশিল্পী হিসেবে নতুন মুখ খুঁজছি আমরা। আগামী বছরের ফেব্রুয়ারিতে এর কাজ শুরু হবে।
‘বউ চোর’ ছাড়াও সোহেল আরমান ‘জ্বলছে হৃদয়’ নামে আরেকটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন।
তার পরিচালিত প্রথম ‘এই তো প্রেম’ মুক্তি পাবে নতুন বছরের ১৩ ফেব্রুয়ারি। এতে অভিনয় করেছেন শাকিব ও বিন্দু।