বঙ্গবন্ধু ও তার পরিবার নিয়ে ছবি, শাবনূরকে চান উত্তম আকাশ
উত্তম আকাশ পরিচালিত জনপ্রিয় সিনেমা ‘কে অপরাধী’তে দুই দশক আগে অভিনয় করেছিলেন শাবনূর। এবার নির্মাতা নতুন সিনেমায় শাবনূরকে চান।
কালের কণ্ঠ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে কেন্দ্র করে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন উত্তম আকাশ। ‘বাবা তুমি কেমন আছো’ শিরোনামের চলচ্চিত্রটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছে শাবনূরকে। শুধু তা-ই নয়, গল্পটিও পাঠানো হয়েছে তার কাছে।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘আমি নেতা হবো’ সিনেমার এ পরিচালক বলেন, “খুব বড় পরিসরের একটি চলচ্চিত্র। দীর্ঘদিন ধরে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে আলোচনা করে গল্পটি তৈরি করেছি। শাবনূর আগে আমার ‘কে অপরাধী’ ছবিতে অভিনয় করেছিলেন। তাঁর অসাধারণ অভিনয় এখনো দর্শক মনে রেখেছে। এই চরিত্রটিতে আমি এবং প্রযোজক চাই শাবনূর অভিনয় করুক। তাহলে সুন্দরভাবে চরিত্রটি ফুটে উঠবে।”
সেপ্টেম্বর থেকে ‘বাবা তুমি কেমন আছো’র শুটিং শুরু হবে বলেও জানান উত্তম।
শিগগিরই অন্যান্য চরিত্রে কে কে অভিনয় করবেন তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।