Select Page

বছরের প্রথমদিন মান্না উৎসব

বছরের প্রথমদিন মান্না উৎসব

manna

নতুন বছরের প্রথমদিন রাজধানীর শিশু একাডেমি চত্ত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মান্না উৎসব’। এ আয়োজন সফল করতে চলচ্চিত্র শিল্পী সমিতি একাত্মতা ঘোষণা করেছে। উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে মান্না ফাউন্ডেশনের উদ্যোগে।

বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় শেলী মান্নার আহ্বানে এক মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দ।

সভায় সিদ্ধান্ত হয়, এখন থেকে মান্না ফাউন্ডেশনের সব ধরনের কর্মকাণ্ডে পাশে থাকবে চলচ্চিত্র শিল্পী সমিতি। মত বিনিময় সভায় শিল্পী সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক অমিত হাসান, সহ-সভাপতি ওমর সানি, কার্যনির্বাহী সদস্য মৌসুমী ও রিয়াজ। আরও উপস্থিত ছিলেন শাবনূর, পপি, সাইমন, নীরব, শিবা সানু, দীপুল দেওয়ান, জায়েদ খান, নৃত্য পরিচালক মাসুম বাবুল, ইমদাদুল হক খোকন প্রমুখ।

মান্না ফাউন্ডেশন সমাজসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে আসছে। জনপ্রিয় এই নায়কের মৃত্যুর পর সংগঠনটি গঠন করে তার পরিবার। শুরু থেকে চেয়ারপারসন হিসেবে আছেন মান্নার স্ত্রী শেলী মান্না।


মন্তব্য করুন