Select Page

বদলের ধারাবাহিকতা থাকবে তো?

বদলের ধারাবাহিকতা থাকবে তো?

shikari-shakib-srabonti

গড়পরতা ক্লিশে লুকে হাজির হওয়ার জন্য নানা সময়ে বেশ নিন্দা কুড়িয়েছেন শাকিব খান। এর ফাঁকে ফাঁকে কিছু সিনেমায় নতুন গেটআপ হাজির হয়েছেন। কিন্তু ধারাবাহিকতা রক্ষা হয়নি।

shakib-srabonti1

এবার ঈদুল মুক্তি পাচ্ছে ‘মেন্টাল’, ‘সম্রাট’ ও ‘শিকারী’। মজার ব্যাপার হলো তিন সিনেমাতেই তাকে নতুন অবতারে দেখা যাবে। তার ধারাবাহিকতা বজায় থাকবে ঈদুল আজহা পর্যন্ত। ওই ঈদের জন্য নির্মিতব্য ‘বসগিরি’তেও বেশ স্টাইলিশ শাকিবকে দেখা যাবে।

shakib-srabonti2

shakib_srabonti_n

হ্যাঁ, একটা সমস্যা থেকেই যাচ্ছে! শাকিবের এ লুকগুলো দর্শকদের স্বস্তি দিলেও সচরাচর এ ধরনের গেটআপে হাজির হন ভারতীয় নায়ক, ক্ষেত্রে বিশেষে কোনো কোনো বাংলাদেশি নায়কও। তাহলে শাকিবের স্বাতন্ত্র্য কোথায়? এরই জন্য অপেক্ষা করতে হবে।

shakib-srabonti3

পোস্টারেই দেখুন কত চমক! যেমনটা দেখা গিয়েছিল ‘মেন্টাল’-এ। না বদলালে চলবে কেন? তার সিনেমা যে দেশের বাইরেও মুক্তি পাচ্ছে!

shakib-srabonti5

শাকিব ভক্তরা বর্তমানে মেতেছেন ‘শিকারী’ সিনেমার লুক নিয়ে। এতে তার বিপরীতে আছেন কলকাতার শ্রাবন্তী। প্রযোজনায় আছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।

shakib-srabonti6

মার্চে একমাসের শুটিংয়ে অংশ নেন কলকাতায়। বর্তমানে গানের শুটিং চলছে লন্ডনে। সেখানকার কিছু ফটো এখন ফেসবুকে ভাইরাল। তাই নিয়ে যত হৈচৈ।

shakib-srabonti7

শুটিং শুরুর পরপরই জাজ থেকে বলা হয়, শাকিবের বয়স কমিয়ে দেওয়া হয়েছে। দেখার বিষয়, কতটা কমলো  আর তা কতদিন ধরে রাখেন শাকিব। হাতে থাকা গতানুগতিক আধ ডজন সিনেমায় শাকিব কীভাবে হাজির হবেন সেটাও বিষয় বটে‍!


মন্তব্য করুন