Select Page

বনশ্রী আবারও চলচ্চিত্রে

বনশ্রী আবারও চলচ্চিত্রে

8853_e5দুই দশক পর চলচ্চিত্রে অভিনয় করছেন বনশ্রী। ছবির নাম ‘মাটির পরী’। ছবিটি পরিচালনা করছেন সায়মন তারিক। সমপ্রতি রাজধানীর শ্রুতি স্টুডিওতে ছবির মহরত অনুষ্ঠিত হয়। এটি সায়মন তারিকের পরিচালনায় তৃতীয় ছবি।

ছবিতে বনশ্রী নায়কের চাচীর চরিত্রে অভিনয় করবেন। উল্লেখ্য, বনশ্রী বর্তমানে খুব মানবেতর জীবনযাপন করছেন। মারাত্মক অর্থ সঙ্কটের কারণে রাস্তায় বই বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি।  বিষয়টি সংবাদমাধ্যম মারফত উঠে আসলে চারদিকে বেশ আলোচনার খোরাক যোগায়।

এমন একটি সুযোগ পাওয়া প্রসঙ্গে বনশ্রী মানবজমিনকে  বলেন, অনেক ভাল লাগছে। বর্তমান দুরবস্থায় আমার পাশে এসে চলচ্চিত্রের মানুষজন এভাবে দাঁড়াবে সত্যিই ভাবনার বাইরে ছিল। আমি আবার আমার পরিবার ফিরে পেয়েছি বলে বেশ শান্তি অনুভব করছি।

২১ফেব্রুয়ারি থেকে প্রিয়াঙ্কা শুটিং হাউজে ছবিটির শুটিং শুরু হবে। চলবে জুলাই মাস পর্যন্ত। ছবিটি প্রযোজনা করছে মাল্টিমিডিয়া প্রোডাকশন।


Leave a reply