Select Page

বন্ধ হলে ‘আমি নেতা হবো’

বন্ধ হলে ‘আমি নেতা হবো’

উত্তম আকাশের ‘আমি নেতা হবো’ মুক্তি পেতে যাচ্ছে ১৬ ফেব্রুয়ারি। এর মাধ্যমে চলতি বছরে প্রথমবারের মতো পর্দায় আসছেন শাকিব খান। আর ৯ বছর পর জুটি হয়ে ফিরছেন বিদ্যা সিনহা মিমের বিপরীত।

এ জুটির প্রথম ছবি ‘আমার প্রাণের প্রিয়া’ দারুণ ব্যবসা করেছিল। ফলে এই ছবিটি নিয়েও আশাবাদী হল মালিকরা। এর মধ্যে ছবির তিনটি গান মুক্তি পেয়েছে ইউটিউবে। গানগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছে। সব মিলিয়ে চাহিদার তুঙ্গে আছে ‘আমি নেতা হবো’।

সিনেমা ব্যবসা ভালো না হওয়ায় এক দশকে বন্ধ হয়ে গেছে দেশের অর্ধেকের বেশি হল। আর এবার সারাদেশে বন্ধ থাকা ২০টি হল ‘আমি নেতা হবো’ প্রদর্শনীর জন্য ফের চালু হচ্ছে। গণমাধ্যমকে খবরটি জানান প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান।

তিনি বলেন, ‘শুরুতে ১০০টি হলে ছবিটি মুক্তি দিতে চেয়েছিলাম। কিন্তু মুক্তির দিন যত এগিয়ে আসছে, ততই হল মালিকদের চাহিদা বাড়ছে। বন্ধ থাকা হল মালিকরাও আসছেন। তাদের চাহিদার কারণে এখন ১৫০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দিতে হচ্ছে।’


মন্তব্য করুন