Select Page

বন্ধ হয়ে গেল পাবনার দুই সিনেমা হল

বন্ধ হয়ে গেল পাবনার দুই সিনেমা হল

দীর্ঘদিন লোকসান গুনে শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেল পাবনার বিনা ও বাণী সিনেমা হল দুটি। বাংলাদেশ প্রতিদিনকে তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দীন।

তিনি জানান, এই দুটি সিনেমা হলের মালিক হলেন আনিস। পর্যাপ্ত ও মানসম্মত ছবি না থাকায় দীর্ঘদিন ধরে লোকসান দেওয়া সত্ত্বেও এ দুটি সিনেমা হল টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন তিনি। অবশেষে উপায়ান্তর না দেখে সম্প্রতি দুটি সিনেমা হলই বন্ধ করে দিতে বাধ্য হলেন তিনি।

আলাউদ্দীন জানান, পাবনায় ছিল ৪টি হল— বনশালী, রূপকথা, বিনা ও বাণী। এখন মাত্র রূপকথা কোনোভাবে টিকে আছে।

উল্লেখ্য, দেশে এক সময় ১২০০ এর মতো সিনেমা হল থাকলেও তা নেমে এসেছে ৩০০ এর ঘরে।


Leave a reply