Select Page

বন্ধ ১৭ হলে চলবে ‘অন্তর জ্বালা’

বন্ধ ১৭ হলে চলবে ‘অন্তর জ্বালা’

আর তিনদিন পর মুক্তি পাচ্ছে মালেক আফসারী পরিচালিত এবং জায়েদ খান ও পরীমনি অভিনীত ‘অন্তর জ্বালা’। নির্মাতা জানিয়েছেন ইতোমধ্যে ১৭৫টি হলে সিনেমাটির মুক্তি নিশ্চিত হয়েছে। এর মধ্যে ১৭টি প্রেক্ষাগৃহ এ ছবির জন্য বিশেষ। কারণ শুধু ‘অন্তর জ্বালা’ ছবির জন্যই এগুলো পর্দা মেলতে যাচ্ছে।

মালেক আফসারী বলেন, ‘‘এই ১৭টি হল বন্ধ ছিল। এই হল মালিকরা সাধারণত ঈদের সময় চালু করে থাকেন। আমি তাদের বললাম, ‘অন্তর জ্বালা’ই তো ঈদ। এটাই ঈদের ছবি। আপনারা পর্দা খুলে দিন।’’

রোববার রাজধানীর হোটেল গ্রেস ২১-এ ছবিটি নিয়ে আয়োজিত এক প্রীতি সম্মেলনে এ কথা বলেন আফসারী।

সূত্র : বাংলা ট্রিবিউন


মন্তব্য করুন