Select Page

ববিতার আহ্বান

ববিতার আহ্বান

untitled-7 copy_41766‘আমি কখনোই বলিনি চলচ্চিত্র ছেড়ে দিয়েছি কিংবা চলচ্চিত্রে ফিরব না। আমি সবসময় বলে এসেছি, মনের মতো গল্প, চরিত্র এবং সর্বোপরি আমাকে কেন্দ্র করে যদি কোনো ছবির গল্প আবর্তিত হয় তাহলে সে ছবিতে অভিনয় করার প্রস্তাবনা ভেবে দেখব’— কথাগুলো জীবন্ত কিংবদন্তি ববিতার।

ববিতা চলচ্চিত্র অভিনয়ে ফিরছেন এমন সংবাদ সম্প্রতি প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। এর প্রতিক্রিয়ায় তিনি যুগান্তরকে এ সব কথা বলেন। তিনি বলেছেন, ‘দয়া করে কেউ আমাকে নিয়ে গুজব ছড়াবেন না। কারও সঙ্গে ছবিতে অভিনয়ের ব্যাপারে ফোনে কথা বললেই বিষয়টি চূড়ান্ত হয়ে যায় না। কেউ যদি আমাকে ছবিতে অভিনয়ের ব্যাপারে ফোন করে তাহলে তার কাছে আমি ছবি সম্পর্কে বিস্তারিত জানতেই পারি। যেহেতু আমি অভিনয় ছেড়ে দেইনি, তাই ছবির গল্প এবং আমার চরিত্র সম্পর্কে বিস্তারিত জানার জন্য কথা বলাটা মানে সেই ছবিতে চুক্তিবদ্ধ হওয়া নয়। আমার ব্যাপারে এসব ভুয়া সংবাদ প্রকাশ না করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি এটাও অনুরোধ করছি, কিছু লেখার আগে অবশ্যই যেন আমার সঙ্গে যোগাযোগ করে সত্যটা জেনে নেয়ার।’

এক পরিচালকের বক্তব্যসহ সংবাদে প্রকাশিত হয়, ‘মেঘ কন্যা’ নামে একটি ছবিতে অভিনয় করছেন ববিতা। আগামী মাসের প্রথম সপ্তাহে ছবির শুটিং শুরু হবে। এরই মধ্যে ববিতার সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে। দেশের বাইরে থাকায় সাইনিং মানি দেয়া সম্ভব হয়নি। বিষয়টি সত্য নয় বলেই জানিয়েছেন ববিতা। তিনি বলেন, ‘কেউ একজন আমার সঙ্গে কথা বলেছেন। তবে কোনো কিছুই চূড়ান্ত হয়নি। তাছাড়া এ মুহূর্তে আমি দেশেই অবস্থান করছি। এসব মিথ্যা কথা বলার কোনো কারণ আমি খুঁজে পাই না।’

 


মন্তব্য করুন