Select Page

ববির একটা হিট সিনেমা দরকার

ববির একটা হিট সিনেমা দরকার

maxresdefault

বেশ সম্ভাবনা ও আলোচনা দিয়ে চলচ্চিত্রে পা রেখেছিলেন ববি। কিন্তু নানা কারণে তিনি খেই হারিয়ে ফেলেন। তাই তার ক্যারিয়ারের স্বার্থেই একটি হিট সিনেমাটি দরকার।

এমন সুযোগ নিয়ে ১৫ মে মুক্তি পাবে ইফতেখার চৌধুরী পরিচালিত ও ববি অভিনীত ‘অ্যাকশন জেসমিন’। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার ও গান বেশ আলোচনা তুলেছে।

‘অ্যাকশন জেসমিন’ ববির ক্যারিয়ারের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে আসছে বলে চলচ্চিত্রবোদ্ধারা মনে করেন। তাদের মতে, ‘অ্যাকশন জেসমিন’ ছবির ওপর নির্ভর করছে ববির ক্যারিয়ার। পরিচালক ইফতেখার চৌধুরী তার সর্বোচ্চ মেধা ঢেলে ছবিটি পরিচালনা করেছেন। ববি নিজেও মনপ্রাণ উজাড় করে অভিনয় করেছেন।

অ্যাকশন দৃশ্যগুলোতে ববিকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। সব মিলিয়ে ‘অ্যাকশন জেসমিন’ ছবিটি যদি দর্শক গ্রহণ করেন তাহলে সবচেয়ে বেশি লাভবান হবেন ববি। কারণ, এ মুহূর্তে ববির একটি সুপার-ডুপার হিট ছবি দরকার।


মন্তব্য করুন