Select Page

‘বরবাদ’ নায়িকার সঙ্গে শ্রাবণ খান

‘বরবাদ’ নায়িকার সঙ্গে শ্রাবণ খান


বুধবার সন্ধ্যায় বাংলাদেশে এসেছেন পশ্চিমবঙ্গের ঋত্বিকা সেন। যৌথ প্রযোজনার ছবি ‘গাদ্দার’-এ অভিনয়ের জন্য তাঁর এই সফর। ‘বরবাদ’ খ্যাত এই নায়িকাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান ছবির নায়ক শ্রাবণ খান।

বৃহস্পতিবার উত্তরায় শুরু হয় শুটিং। ‘গাদ্দার’ পরিচালনায় বাংলাদেশের কামাল কিবরিয়া লিপু ও পশ্চিমবঙ্গের নেহাল দত্ত।

প্রথমবারের মতো বাংলাদেশে এসে ভীষণ খুশি এই অভিনেত্রী, ‘ফ্লাইটে এসেছি বলে বিদেশ বিদেশ লাগছিল, কিন্তু এয়ারপোর্ট থেকে নামার পর আর বিদেশ মনে হয়নি। গত মাসেই আসার কথা ছিল। কলেজে পরীক্ষা ছিল, তাই আসতে পারিনি। পাঁচ দিন টানা শুটিং করতে হবে। এরপর গানের শুটিংয়ে যেতে হবে মালদ্বীপ। ইচ্ছা থাকলেও ঢাকা ঘোরা হবে না। পরেরবার হাতে সময় নিয়ে আসব। ’

সূত্র : কালের কণ্ঠ


মন্তব্য করুন