Select Page

বলিউডের ছবির মতই

বলিউডের ছবির মতই

My-Name-Is-Khan-B-217x275পরিচালক ‘ বদিউল আলম খোকন‘ তার পরিচালিত চলচ্চিত্র ‘মাই নেম ইজ খান‘ সম্পর্কে বলেন, এটি কোন অংশেই বলিউডের ছবির চেয়ে পিছিয়ে নেই।

বিএমডিবি-কে তিনি আরো জানান, গল্পের জন্য কোথাও ছাড় দেননি। ফলে ছবির বাজেটও অনেক বেড়ে গেছে। তিনি আশা করেন, বাজার থেকে লাভ তুলে নিয়ে আসতে পারবে ছবিটি।

‘মাই নেম ইজ থান’ আসন্ন ঈদে মুক্তি পেতে পাচ্ছে। ইতিমধ্যে দর্শক-প্রদর্শকরা এই ছবির প্রতি আগ্রহী করে উঠেছেন।

পরিচালক আরো জানান, ঈদে মুক্তি দেয়ার যাবতীয় প্রস্তুতি শেষের দিকে।

ছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। অনেক দিন পর তার সাথে পর্দায় পাওয়া যাবে অপু বিশ্বাসকে।


মন্তব্য করুন