Select Page

বলিউড-ঢালিউড নায়ককে অনুকরণ করবেন

বলিউড-ঢালিউড নায়ককে অনুকরণ করবেন

roshanঈদুল আজহায় মুক্তি পেয়ে ভালো সাড়া পেয়েছে রোশানের প্রথম ছবি ‘রক্ত’। ছবিটি এখনো  প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। এরই মধ্যে দ্বিতীয় ছবিতে চুক্তিবদ্ধ হলেন এই নায়ক। এটিও যৌথ প্রযোজনায় নির্মাণ করা হবে।

‘ধেৎতেরিকি’তে  সোমবার রাতে চুক্তিবদ্ধ হন রোশান। সিনেমাটিতে তার বিপরীতে কে অভিনয় করবেন ঠিক না হলেও আরো আছেন আরিফিন শুভ, নুসরাত ফারিয়া ও সুষমা।

রোমান্টিক-কমেডি ধাঁচের ‘ধেৎতেরিকি’ পরিচালনা করবেন হালের আলোচিত নির্মাতা শামীম আহমেদ রনি

নতুন সিনেমা প্রসঙ্গে প্রথম আলোকে রোশান জানান, এ ছবিতে তার চরিত্রটি খুবই মজার। তাকে বিভিন্ন সময় বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব যেমন শাহরুখ খান, সালমান খান ও মান্নার চরিত্রের অঙ্গভঙ্গি অনুকরণ করে অভিনয় করতে হবে।

এর আগে রনির ‘বসগিরি’র একাধিক অভিনেতাকে ভারতীয় সিনেমার বিভিন্ন চরিত্রকে অনুকরণ করতে দেখা যায়। এ নির্মাতা জানান, ১০ ডিসেম্বর সিলেটে শুটিং শুরু হবে ছবিটির।


মন্তব্য করুন