Select Page

‘বস টু’তে নেই জাজ!

‘বস টু’তে নেই জাজ!

ভারতে সাড়া না পেলেও বাংলাদেশে মুক্তি পেয়ে ২০১৬ সালের ঈদুল ফিতরে দারুণ ব্যবসা করে জিতের ‘বাদশা দ্য ডন’। সে ধারাবাহিকতায় চলতি বছর একই সময়ে মুক্তি পাবে ‘বস টু’, যার ট্যাগলাইন ‘ব্যাক টু রুল’। একই অভিনেতার হিট সিনেমা ‘বস’-এর সিক্যুয়াল এটি।

সম্প্রতি সিনেমার ফার্স্টলুক প্রকাশ হয়েছে, অনুষ্ঠিত হয়েছে মহরত। দুই জায়গায় জিতস ফিল্মওয়ার্কস প্রাইভেট লিমিটেড ও ওয়ালজেন মিডিয়াওয়ার্কস লিমিটেড নামক প্রতিষ্ঠানের নাম দেখা যায়। কিন্তু কোথাও নেই জাজ মাল্টিমিডিয়ার নাম।

এই অভিযোগ পুরনো— বাংলাদেশে ঘটা করে যৌথ প্রযোজনার ঢোল বাজানো হয়, অন্যদিকে কলকাতায় বিষয়টি এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ মনে করেন নির্মাতারা।

বাংলাদেশে প্রচার করা হচ্ছে ‘বস টু’ পরিচালনা করছেন বাবা যাদব আব্দুল আজিজ। কিন্তু ফার্স্টলুক ও ক্যাপস্টিকে শুধু ভারতীয় নির্মাতার নামই শোভা পাচ্ছে।

প্রথমদিকে শোনা যায়, জিতের বিপরীতে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। এরপর প্রথম সিনেমার নায়িকা শুভশ্রী গাঙ্গুলীর ভক্তরা সরব হন। এখন দেখা যাচ্ছে, ফারিয়ার পাশাপাশি শুভশ্রীও থাকছেন। চলতি মাসের শেষদিকে সিনেমাটির দৃশ্যায়ন শুরু হচ্ছে।


মন্তব্য করুন