Select Page

বাঁধনের শাড়ি-অলংকার খুঁজছেন নারীরা

বাঁধনের শাড়ি-অলংকার খুঁজছেন নারীরা

কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’। গতকাল ছবির প্রিমিয়ারের প্রতিক্রিয়ার দিকে চোখ ছিল সবার।

সেই উচ্ছ্বাস থামতে না থামতেই অভিনেত্রীর আজমেরী হক বাঁধনের ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। বিশেষ করে নারীরা খুঁজে চলেছেন শাড়ি ও অলংকারের হদিস। পরে খবর জানালেন অভিনেত্রী নিজেই।

কানের মঞ্চে ঢাকাই জামদানি শাড়ি পরে হাজির হয়েছেন বাঁধন। তার স্টাইল ডিজাইন করেছে ঢাকার অতিপরিচিত লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং।

৮ জুলাই কানের পালে দে ফেস্টিভাল ভবনের সাল দুবুসি প্রেক্ষাগৃহের মঞ্চে ঢাকাই জামদানি শাড়ি পরে হাজির হন বাঁধন। এখানেই আঁ সার্তে রিগা বিভাগে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ছবিটির উদ্বোধনী প্রদর্শনী হয়।

জামদানির সঙ্গে মানানসই কানের দুল ও পার্স সবার নজর কাড়ে।

বিশেষ করে শাড়ি নিয়েই বেশি আলোচনা হচ্ছে। সচরাচর শাড়ি পরেন না এমন অনেক নারী বাঁধনের শাড়ি দেখে খুবই উচ্ছ্বসিত।

শাড়ি প্রসঙ্গে বাঁধন ফেসবুকে লেখন, ‘কানমঞ্চে ঢাকাই জামদানি পরতে পেরে দারুণ লেগেছে আমার। আর জামদানির বেলায় আড়ং ছাড়া অন্য কিছু মাথাতেই আসে না! স্বল্প সময়ে বিশেষ একটি শাড়ি তারা তৈরি করে দিয়েছে, এজন্য তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার শাড়ি ও জুয়েলারি তৈরির জন্য তারা অনেক পরিশ্রম করেছেন।’

আড়ং-এর পক্ষ থেকেও বাঁধনের খবর শেয়ার করা হয় ফেসবুক পেজে। সেখানেও অভিনেত্রীর স্টাইল নিয়ে প্রশংসার জোয়ার বইছে।

গতকাল ওয়ার্ল্ড প্রিমিয়ার শেষ হতেই সাল দুবুসিতে উপস্থিত দর্শকরা দাঁড়িয়ে অভিবাদন জানান ‘রেহানা মরিয়ম নূর’ ছবির কলাকুশলীদের। এ সময় বাঁধভাঙা আনন্দে কান্নায় ভেসেছেন বাঁধন। আর এ দিনেই প্রথমবার পুরো ছবিটি দেখেন নায়িকা।


মন্তব্য করুন