Select Page

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের তিন দশকে ‘আমি হব ইতিহাস’

বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের তিন দশকে ‘আমি হব ইতিহাস’

বাংলাদেশি সিনেমা নিয়ে প্রথম পূর্ণাঙ্গ প্রকাশনা ‘বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস’। এ বইয়ের লেখক অনুপম হায়াৎ। ১৯৮৭ সালের ৩ আগস্ট এফডিসির উদ্যোগে প্রকাশিত হয়। বইটির তিন দশক পূর্তিতে আয়োজন করা হয়েছে অনুষ্ঠান।

বিশেষ এ অনুষ্ঠানের উদ্যোক্তা ভারমিলিয়ন ইনস্টিটিউট, সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেল ৪টায় একাডেমির সেমিনার কক্ষে ‘তারপর হব ইতিহাস’ শীর্ষক চলচ্চিত্র গবেষণা ও সমালোচনা বিষয়ে উন্মুক্ত আড্ডায় মুখোমুখি হবেন লেখক, গবেষক ও শিক্ষক অনুপম হায়াৎ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী কবরী। আরো থাকবেন মসিহউদ্দিন শাকের, সৈয়দ সালাহউদ্দীন জাকী, মো. মনজুরুর রহমান, লিয়াকত আলী লাকী, মোহাম্মদ ইসতাক হোসেন, রফিকুজ্জমান, চিন্ময় মুৎসুদ্দী, মতিন রহমান, আব্দুর রহমান, মাহমুদা চৌধুরী, মুশফিকুর রহমান গুলজার, ড. সাজেদুল আউয়াল, ড. জাকির হোসেন রাজু, ড. ফাহমিদুল হক ও মীর শামছুল আলম বাবু।

‘তারপর হব ইতিহাস’ সবার জন্য উন্মুক্ত।


মন্তব্য করুন