Select Page

বাংলাদেশের চলচ্চিত্রে বাপ্পী লাহিড়ী

বাংলাদেশের চলচ্চিত্রে বাপ্পী লাহিড়ী

কিংবদন্তি কণ্ঠশিল্পী বাপ্পী লাহিড়ী আজ মারা গেছেন। তাঁর জন্ম হয়েছিল ২৭ নভেম্বর ১৯৫২ সালে এবং মৃত্যু হলো আজ ১৫ ফেব্রুয়ারি ২০২২ তারিখে।

তিনি ভারতীয় চলচ্চিত্রে গান করার পাশাপাশি বাংলাদেশের চলচ্চিত্রেও গান করেছেন। গানে কণ্ঠ কম দিলেও সঙ্গীত পরিচালনা করেছেন এবং বেশকিছু ক্লাসিক, জনপ্রিয় গান বাংলাদেশের চলচ্চিত্রেও উপহার দিয়েছেন।

‘একটাই কথা আছে বাংলাতে

মুখ আর মুখ বলে একসাথে

সে হলো বন্ধু, বন্ধু আমার’

স্টেজে অন্ধ বন্ধু ফারুক অনেকদিন পর তার হারানো বন্ধুকে ফিরে পায় ছোটবেলার গানে গানে। আওকাত হোসেন পরিচালিত ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বন্ধু আমার’ ছবির গান। অনবদ্য কথা ও সুরে ক্লাসিক একটি গান। বাপ্পী লাহিড়ী গানটির সঙ্গীত পরিচালনার পাশাপাশি মুন্না আজিজের সাথে ডুয়েট গেয়েছেন।

‘এ জীবন কেন এত রং বদলায়

কখনো কালো মেঘ কখনো ঝড়ো বেগ

কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায়’

এবং

‘মানুষ তো খেলনা নয়

বাঁচবে মরবে যুদ্ধ করবে

এটাই তো তার পরিচয়’

জসিম ও বাপ্পী লাহিড়ী

মনোয়ার খোকন পরিচালিত ১৯৯৭ সালের সবচেয়ে ব্যবসাসফল ছবি ‘স্বামী কেন আসামী’-র হিট দুটি গান ছিল। এ দুটি কালজয়ী গানের সঙ্গীত পরিচালক ছিলেন বাপ্পী লাহিড়ী। প্রথম গানে জসিম তাঁর জীবনে আপনজন হারিয়ে বেদনায় কাতর হয়ে গানটি গায়। দ্বিতীয় গানে শত্রুরা শাবানাকে পঙ্গু করে দিলে তাঁকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য সাহস দেয় ঋতুপর্ণা ও চাঙ্কি পাণ্ডে।

‘হাজার জনের মাঝে

একজনই শুধু তুমি

একজনই শুধু তুমি

তুমি একজন’

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত মনোয়ার খোকন পরিচালিত ছবি ‘মেয়েরাও মানুষ’-এর আরেকটি জনপ্রিয় গান বাপ্পী লাহিড়ীর সুরে। এ ছবিতে ‘কখনো আকাশ ছিল’ গানটিও তাঁর সুরে ছিল ঋতুপর্ণা ও চাঙ্কি পাণ্ডের লিপে। জসিম-শাবানা জুটির গান। শাবানা ও তাঁর স্বামী ওয়াহিদ সাদিকের ‘এস এস প্রোডাকশন’ থেকে নির্মিত এ ছবি দুটিতে বাপ্পী লাহিড়ীকে সঙ্গীত পরিচালনায় রাখা হয়েছিল।

‘পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম

পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকব

এমনি করে প্রিয়া প্রিয়া প্রিয়া বলে ডাকব

আমি আশিক তুমি প্রিয়া’

এবং

‘তোমার আগে আর কেউ নেই

তোমার পরে আর কেউ নেই

যেখানেই যাই যেদিকে তাকাই

শুধু তুমি শুধু তুমি

আমি আশিক তুমি প্রিয়া’

আওকাত হোসেন পরিচালিত ১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিক প্রিয়া’ ছবির কালজয়ী দুটি গান। ফয়সাল-ফারহানার লিপে গান দুটি ছিল বাপ্পী লাহিড়ীর সুরে। এ ছবিতে তাঁর সুরে আরো একটি জনপ্রিয় গান ‘তুমি আমার সোনা সোনা সোনা গো’। এছাড়া ‘প্রেম করেছি বেশ করেছি/তোমার বাবার কি’ এ গানটিতে তিনি কণ্ঠও দিয়েছেন।

বাপ্পী লাহিড়ীর চলে যাওয়া সঙ্গীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি। তাঁর আত্মার শান্তি কামনা করছি।


About The Author

বাংলাদেশের চলচ্চিত্র গত শতকে যেভাবে সমৃদ্ধ ছিল সেই সমৃদ্ধির দিকে আবারও যেতে প্রতিদিনই স্বপ্ন দেখি। সেকালের সিনেমা থেকে গ্রহণ বর্জন করে আগামী দিনের চলচ্চিত্রের প্ল্যাটফর্ম গড়ে উঠুক। আমি প্রথমত একজন চলচ্চিত্র দর্শক তারপর সমালোচক হিশেবে প্রতিষ্ঠিত হবার স্বপ্ন দেখি। দেশের সিনেমার সোনালি দিনের উৎকর্ষ জানাতে গবেষণামূলক কাজ করে আগামী প্রজন্মকে দেশের সিনেমাপ্রেমী করার সাধনা করে যেতে চাই।

Leave a reply