বাংলাদেশের চলচ্চিত্র সংস্কারে ‘রোডম্যাপ’ প্রকাশ
জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই যাত্রা করে প্লাটফর্ম ‘চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪’। বিভিন্ন স্তরের চলচ্চিত্রকর্মীদের এ প্লাটফর্মের লক্ষ্য নতুন সময়ের আলোকে বাংলাদেশে সম্ভাবনাময় চলচ্চিত্র মাধ্যমের সংস্কার ও উন্নয়ন। এ বিষয়ে প্রায় দুই মাসে অংশীজনদের সংগৃহীত তথ্য-উপাত্ত ও গবেষণায় তৈরি হয়েছে একটি বুকলেট, যা গত শুক্রবার (১৮ অক্টোবর) চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে (ডিএফপি) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। একইসঙ্গে অনুষ্ঠিত হয় পাঠ ও পর্যালোচনা।
চলচ্চিত্র বিষয়ক এ প্লাটফর্ম থেকে এক সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, বুকলেট প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্ব মাধ্যমের চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, সিনেমাটোগ্রাফার, সাউন্ড ডিজাইনার, গ্রাফিকস আর্টিস্ট, অভিনয়শিল্পীসহ চলচ্চিত্রের বিভিন্ন সেক্টরের কর্মী, চলচ্চিত্র সংগঠনের সদস্য এবং তথ্য মন্ত্রণালয়ের নব নির্মিত পরামর্শক কমিটি, অনুদান কমিটি ও সার্টিফিকেশন বোর্ড এবং সংবিধান সংস্কার কমিটির একাধিক সদস্য।
সভায় আরো অংশ নিয়ে মতামত জানান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দীন।
মূলত বাক-স্বাধীনতা পরিপন্থী সব ধরনের আইন বাতিল, স্বায়ত্তশাসিত ফিল্ম কাউন্সিল, স্বায়ত্তশাসিত ফিল্ম কমিশন, সার্টিফিকেশন আইন সংস্কার, অনুদান সংস্কার, চলচ্চিত্র শিক্ষা প্রসার, ফেডারেল ইউনিয়ন প্রতিষ্ঠায় পৃষ্ঠপোষকতাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা গতকালের আলাপে উঠে আসে।
এ প্লাটফর্ম সূত্রে জানা যায়, ‘চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪’ শিরোনামের গবেষণাটির যাত্রা শুরু হয় আগস্টের মাঝামাঝিতে। ওই সময় থেকে৷ অনলাইন ও অফলাইনে চলচ্চিত্রের সব ক্ষেত্রের অংশীজনের মতামত, দাবি ও চাওয়া একত্রিত করে ‘রোডম্যাপ’ তৈরির কাজটি অগ্রসর হয়। মতামত প্রদানে সক্রিয়ভাবে অংশ নেন শতাধিক চলচ্চিত্রকর্মী। গবেষণাটিকে সামনে এগিয়ে নিয়ে যায় প্রায় ৪০ জন স্বেচ্ছাসেবী।
এছাড়া চলচ্চিত্র মাধ্যমে কর্মরত শ্রমজীবীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য গৃহীত উদ্যোগ- প্রস্তাবিত ‘ফেডারেল ইউনিয়ন অব মিডিয়া প্রফেশনালস’ও একইসঙ্গে কাজ করে চলেছে সংস্কারের এ যাত্রায়।
সভা শেষে সিদ্ধান্ত হয়, ‘চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪’ এর প্রকাশিত পুস্তিকা ও পিয়ার রিভিউয়ের কপি সরকারি নীতি নির্ধারক, চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংগঠন এবং অংশীজনের কাছে পৌঁছে দেয়া ও আলাপ জারি রাখা জরুরি। তারই প্রেক্ষাপটে উপস্থিত অগ্রজ চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের রিভিউ, সংযোজন ও বিয়োজন বিষয়ক পরামর্শ লিখিত রিভিউ আকারে ‘চলচ্চিত্র সংস্কার রোডম্যাপ ২০২৪’ এর অফিসিয়াল মেইল (cinemareformroadmap24@gmail.com) পাঠাবেন যা পরবর্তীতে পুস্তিকাটির ডিজিটাল সংস্করণে যুক্ত করা হবে বিস্তারিতভাবে, যাতে করে নীতি-নির্ধারকেরা সুস্পষ্ট দিক নির্দেশনা পান।