Select Page

মারা গেছেন আহমেদ রুবেল

মারা গেছেন আহমেদ রুবেল

অভিনেতা আহমেদ রুবেল আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সন্ধ্যায় নুরুল আলম আতিক পরিচালিত ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ারে যোগ দিতে যান তিনি। থিয়েটারে পৌঁছার আগে অসুস্থবোধ করলে পাশের হাসপাতালে নেয়া হয়, সেখানে চিকিৎসকরা অভিনেতার মৃত্যু নিশ্চিত করেন। মৃত্যুকালে রুবেলের বয়স হয়েছিল ৫৫ বছর।

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে ‘পেয়ারার সুবাস’র প্রিমিয়ারে অংশ নেওয়ার কথা ছিল আহমেদ রুবেলের। সেই লক্ষ্যে বাসা থেকে রওনাও দিয়েছিলেন। শপিং মলের পার্কিংয়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। এরপর তাকে দ্রুত স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।

অন্যতম অভিনেতা আহমেদ রুবেল মারা যাওয়া সত্ত্বেও ‘পেয়ারার সুবাস’-এর প্রিমিয়ার স্থগিত হয়নি। এ সংবাদ লেখার সময় পরিচালক, প্রযোজক ও অভিনেতাদের সম্মতিতে সিনেমাটি উপভোগ করছিলেন দর্শকরা। প্রদর্শনী শুরুর আগে রুবেলকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, শো মাস্ট গো অন।

হুমায়ূন আহমেদের ঈদনাটক ‘পোকা’তে গোরা মজিদ বা আহির আলমের ‘প্রেত’ নাটকে রহস্যময় সেই চরিত্রই হোক—মঞ্চে থেকে টেলিভিশনে আসার পর দ্রুতই জনপ্রিয়তা পান অভিনেতা। অভিনয় তো বটেই, কণ্ঠের জন্যও আলাদা পরিচিতি ছিল অভিনেতার। তবে কয়েক বছর ধরেই পর্দায় কম দেখা যেত তাকে।

ঢাকা থিয়েটার করতেন আহমেদ রুবেল। সেলিম আল দীনের ‘হাতহদাই’ নাটক দিয়ে মঞ্চে অভিষেক। এরপর একুশে টেলিভিশনে গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নযাত্রা’ নাটক দিয়ে ছোট পর্দায় অভিনয় শুরু। একে একে ‘পোকা’, ‘প্রেত’, ‘অতিথি’, ‘নীল তোয়ালে’, ‘বিশেষ ঘোষণা’, ‘প্রতিদান’, ‘নবাব গুন্ডা’, ‘এফএনএফ’সহ অনেক নাটকে অভিনয় করেছেন।

‘আখেরি হামলা’ চলচ্চিত্র দিয়ে সিনেমায় অভিনয় শুরুর পর তাঁকে দেখা গেছে ‘চন্দ্রকথা’, ‘ব্যাচেলর’, ‘গেরিলা’, ‘দ্য লাস্ট ঠাকুর’, ‘পারাপার’, ‘অলাতচক্র’, ‘লাল মোরগের ঝুঁটি’, ‘চিরঞ্জীব মুজিব’ সহ অনেক ছবিতেই। মুক্তির অপেক্ষায় আছে প্রসূন রহমানের ‘প্রিয় সত্যজিৎ।

আহমেদ রুবেলের পর্দায় কম উপস্থিতি নিয়ে ভক্ত-অনুরাগীদের আক্ষেপ রয়েছে। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন, ‘আমি ক্যারিয়ারে কম সিনেমা-নাটকে অভিনয় করেছি। এর প্রধান কারণ, চরিত্রের ধরন বুঝে বেছে বেছে অভিনয় করেছি। বৈচিত্র্যময় চরিত্র ছাড়া কাজ করিনি। একই ধরনের চরিত্রে বারবার অভিনয় করিনি। ভবিষ্যতেও অবশ্যই দর্শকেরা আরও বৈচিত্র্যময় চরিত্রে আমাকে দেখবেন।’

একই সাক্ষাৎকারে আহমেদ রুবেল কথা বলেছিলেন ঢাকাই সিনেমার দুরবস্থা নিয়েও। ঢাকাই সিনেমা নিয়ে তিনি বলেন, ‘চলচ্চিত্রে পচন ধরেছে নানা কারণে। এর মধ্যে সবচেয়ে বেশি দায়ী চলচ্চিত্রশিল্পের মানুষের ঘৃণ্য রাজনীতি। ভালো চলচ্চিত্র নির্মাণের নাম নেই, শুধু শিল্পী সমিতির নির্বাচন নিয়ে হাউকাউ করেন। প্রযোজক-পরিচালক সমিতির পদ দখলের হুড়োহুড়ি করেন। পদ নিয়ে কাদা-ছোড়াছুড়িতে এ শিল্প এখন ধ্বংসের মুখে। চলচ্চিত্রে এখন গুণী পরিচালক, গুণী প্রযোজক, গুণী অভিনেতা-অভিনেত্রী নেই। খ্যাতিমান নির্মাতা, প্রযোজকেরা এখন এ শিল্প থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।’

আহমেদ রাজিব রুবেল ওরফে আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আয়েশ উদ্দিন। বাড়ি চাঁপাইনবাবগঞ্জ শহরে হলেও ছোটবেলা থেকেই বেড়ে উঠেছেন ঢাকা শহরে, বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন।


মন্তব্য করুন