Select Page

বায়োপিকের ঘোষণার পর নিজের হিট সিনেমার পরিচালককে মামলার হুমকি শাকিবের

বায়োপিকের ঘোষণার পর নিজের হিট সিনেমার পরিচালককে মামলার হুমকি শাকিবের

এক সময় এফ আই মানিকের পরিচালনায় কয়েকটি হিট সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। এখন সেই পরিচালককে মামলার হুমকি দিয়েছেন নায়ক। অবশ্য যথার্থ কারণও রয়েছে।

মানিক কয়েক দিন আগে পরিচালক সমিতিতে ‘স্টোরি অব শাকিব খান’ নামের ছবির নাম নিবন্ধন করেছেন। শোনা যায়, এটি হতে যাচ্ছে ঢালিউডের এক নম্বর নায়কের বায়োপিক। আরও জানা যায়, শাকিব-অপুর চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে শান্ত খান ও দীঘি। প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

এ সব খবরে ভীষণ চটেছেন দেশের শীর্ষ নায়ক। নিজের ফেসবুক পেজে এ নিয়ে মন্তব্য না করলেও তার প্রতিষ্ঠান এসকে ফিল্মসের পেজে পত্রিকার খবর শেয়ার করা হয়েছে। যেখানে তুলে ধরা হয় শাকিবের ই-মেইল।

ওই বার্তায় শাকিব বলেন, ‘এক সিনিয়র নির্মাতা ঘোষণা দিয়েছেন আমার বায়োপিক নির্মাণ করবেন। অথচ এ বিষয়ে আমি কিছুই জানি না। কারও বায়োপিক নির্মাণ করতে গেলে তার অনুমতি নিতে হয়। তিনি কী আমার অনুমতি নিয়েছেন? এটি দেশের মানুষের কাছে আমার ইমেজ নষ্ট করার ষড়যন্ত্র নয় কি? এ ধরনের ষড়যন্ত্র আর মেনে নেওয়া যায় না।

দেশীয় চলচ্চিত্রের কারও বায়োপিক যদি নির্মাণ করতে হয় তাহলে নায়করাজ রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা, ববিতা, শাবানা, কবরীদের মতো কিংবদন্তি শিল্পীদের নির্মাণ করা উচিত। আমাকে নিয়ে কেন?’

তিনি আরও বলেন, ‘আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে আমার দেশে না থাকার সুযোগে চলচ্চিত্রজগতের কেউ কেউ আমাকে নিয়ে অনাকাক্ষিতভাবে মিডিয়ায় বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছেন। এর মধ্যে আরেক নির্মাতা আমার বিদেশে যাওয়া, সেখানে বসে ছবির কাজ করা নিয়ে মিডিয়ার কাছে অনভিপ্রেত কথা বলেছেন। যা অন্যকে অন্যায়ভাবে আক্রমণ করা ছাড়া আর কিছুই নয়।

আমি এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলতে চাই যারা আমাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বিছাতে চাইবে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। মানহানি ও সাইবার ক্রাইম অ্যাক্টে মামলা করব। ইতিপূর্বে আমার স্টারডাম ক্ষুণ্ণ করতে অনেক ষড়যন্ত্র হয়েছে। এসব আমি আর মুখ বুজে সহ্য করব না।’

এর আগে শাকিব আমেরিকায় স্থায়ী হওয়ার বিষয়ে এক প্রযোজক নিশ্চিত করলেও তিনি অস্বীকার করে এক প্রকার জানিয়ে দেন সেখানে থাকছেন। এরপর ওই দেশের একই হোটেলের সামনে শাকিব ও বুবলির আলাদা আলাদা ছবি তোলা নিয়েও গুঞ্জন তৈরি হয়।


মন্তব্য করুন