Select Page

বাংলাদেশে ‘জাওয়ান’-এর আয় প্রায় সাড়ে ৯ কোটি টাকা, দাবি বক্স অফিস ইন্ডিয়ার

বাংলাদেশে ‘জাওয়ান’-এর আয় প্রায় সাড়ে ৯ কোটি টাকা, দাবি বক্স অফিস ইন্ডিয়ার

মুক্তির তৃতীয় সপ্তাহেও বাংলাদেশে ‘জাওয়ান’-এর প্রেক্ষাগৃহ কমার কোনো লক্ষণ নেই। মাল্টিপ্লেক্সগুলোর ওয়েবসাইট অনুসারে বিক্রি হচ্ছে লাখ লাখ টাকার টিকিট। এবার ভারতীয় ওয়েব পোর্টাল বক্স অফিস ইন্ডিয়া দাবি করল, শাহরুখ খান অভিনীত সিনেমাটি বাংলাদেশে প্রায় সাড় ৯ কোটি টাকা আয় করেছে।

স্বাধীন বাংলাদেশে অ্যাটলি কুমার পরিচালিত ‘জাওয়ান’-এর মাধ্যমে একইদিন ভারতের সঙ্গে কোনো হিন্দি সিনেমা মুক্তি পেল। মুক্তির দিন থেকেই সিনেমাটি নিয়ে উন্মাদনা দেখা যাচ্ছিল। বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলো উপচে পড়া ভিড় দেখেছে।

গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে বক্স অফিস ইন্ডিয়া জানায়, মুক্তি ১৮ দিনের মাথায় বিশ্বব্যাপী ৯৯৫ কোটি রুপি আয় করেছে ‘জাওয়ান’। এর পরবর্তী লক্ষ্য হলো এক হাজার কোটি রুপির মাইলফলক অর্জন।

আরো বলা হয়, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যে অল টাইম রেকর্ড গড়েছে সিনেমাটি। একই কথা বাংলাদেশ ও সিঙ্গাপুরের ক্ষেত্রে প্রযোজ্য। বাংলাদেশে সিনেমাটির আয় সাড়ে ৮ লাখ ডলার। ডলারের বিপরীতে টাকার বিনিময় ১১০ টাকা ধরলে বড় অঙ্ক নির্দেশ করছে ‘জাওয়ান’। অর্থাৎ, নয় কোটি ৪১ লাখ ৮৭ হাজার ৪৮০ টাকা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশে শিগগিরই এক মিলিয়ন বা ১০ লাখ ডলার বা ১১ কোটি টাকার ঘর অতিক্রম করবে ভারতীয় এ সিনেমা।

অবশ্য বাংলাদেশী মাল্টিপ্লেক্সের ওয়েবসাইট ট্র্যাক করে এর আগেই এমন ইঙ্গিত দিয়েছিল বাংলা মুভি রিভিউ নামের সাইটে। সেখানে দেখা প্রতিদিনের হিসাব মেলালে এর উত্তর স্পষ্ট হবে।

তবে সিনেমাটির পরিবেশক অনন্য মামুন প্রথম সপ্তাহ শেষে সে তথ্য দেন তার সঙ্গে বক্স অফিস ইন্ডিয়ার তথ্যের মিল নেই। তখন মামুন জানিয়েছিলেন, প্রথম সপ্তাহে টিকিট বিক্রি থেকে আয় মাত্র ৫৫ লাখ টাকা।


মন্তব্য করুন