Select Page

বাকি থাকল কে?

বাকি থাকল কে?

dev

যৌথ প্রযোজনার সিনেমার আকর্ষণ এখন শুধুই তারকা নির্বাচনে। এমনকি দেশের প্রযোজকদের অনেক নির্মাণও এমন। আর এ সব তারকারা আসছেন কলকাতা থেকে।

সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে তাদের নতুন সিনেমায় অভিনয় করবেন দেব। বর্তমানে একই প্রতিষ্ঠানের ‘বাদশা’ ছবির শুটিং করছেন জিৎ। এর আগে একই প্রতিষ্ঠানে ব্যানারে ঢাকার সিনেমায় দেখা গেছে অঙ্কুশ ও ওমকে। অন্য একটি সিনেমায় অভিনয় করছেন বলিউডের ইরফান খান।

এ দিকে শুধু দেশীয় প্রযোজনায় দুই সিনেমায় পরমব্রত চট্টোপাধ্যম, একটিতে ইন্দ্রনীল (আরও কিছু কথা প্রক্রিয়াধীন), একটিতে সমদর্শী, একটিতে সোহম (কয়েকটি প্রক্রিয়াধীন), একটিতে সিনিয়র অভিনেতা বরুণ চন্দ অভিনয় করছেন। আরও কিছু সিনেমার কথা শোনা যাচ্ছে। মুক্তির অপেক্ষায় আছে প্রসেনজিৎ ও সব্যসাচী চক্রবর্তীর সিনেমা।

কলকাতার সংবাদমাধ্যমে নজর রাখলে দেখা যায় ওইখানকার চলচ্চিত্রের অবস্থাও দিনদিন খারাপ হচ্ছে। সে অর্থে কলকাতার তারকাদের পুনর্বাসন হচ্ছে ঢাকায়। কিন্তু ঢাকাই সিনেমায় তাদের অভিনয় কী মাত্রা যোগ করছে? ঢাকার শিল্পীরা বেকার হচ্ছে, তৈরি হচ্ছে না নতুন শিল্পী।

এ দিকে ফি বছর যে সব যৌথ প্রযোজনার সিনেমা হচ্ছে, তা আগের মতো ব্যবসা করতে পারছে না। এর অন্যতম হলো তামিল সিনেমার অনুকরণ। কলকাতা এই অনুকরণে নিজের বাজার নষ্ট করেছে যা বাংলাদেশেও হতে চলেছে। এ ছাড়া আগের মতো কলকাতার সিনেমার জনপ্রিয়তা বাংলাদেশের গ্রাম-গঞ্জেও চোখে পড়ে না।

অন্যদিকে কিছু আর্ট হাউস সিনেমায় কলকাতার তারকাদের দেখা যাচ্ছে। এটাও শুধু চমক। কিন্তু কতটা কার্যকরি তা পরীক্ষিত নয়। অতীত বলে, এ সব সিনেমা এমনিতেই দর্শক টানে না। তাই কেন দর্শক টানে না তা বিবেচনা না করেই মুখ ফিরিয়েছেন কলকাতায়।

হর-হামেশায় শোনা যায় পরিচালক-প্রযোজকদের মুখে, ‘কলকাতার কাউকে নেয়ার কথা ভাবছি!’

সে ভাবাভাবি দেব পর্যন্ত এসে ঠেকেছে। এখন দেখার পালা দেবের পর ঢাকায় আসার বাকি আছে কলকাতার কোন কোন তারকার!


মন্তব্য করুন