Select Page

বাচসাস চলচ্চিত্র পুরস্কার ১০ অক্টোবর

আগামী ১০ অক্টোবর মিরপুর জাতীয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাচসাস চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। এ উপলক্ষে ৮ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে আয়োজনের নানা দিক নিয়ে বাচসাস সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান বক্তব্য দেন।

সম্মেলনে জানানো হয়, নানা কারণে বিরতির পর আবার শুরু হতে যাচ্ছে বাচসাস চলচ্চিত্র পুরস্কার। এবার ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালের পুরস্কার একসঙ্গে প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে তারকাদের অংশগ্রহণে বর্ণাঢ্য পরিবেশনারও আয়োজন করা হবে।


মন্তব্য করুন