Select Page

বাদ পড়লেন তমা মির্জা

বাদ পড়লেন তমা মির্জা

Toma Mirzaছবির মহরত হয়েছিল তারই জন্মদিনে। ঢাকার গুলশানে একটি রেস্টুরেন্টে বেশ আয়োজন করে মহরত অনুষ্ঠিত হয়েছিল দ্য রেইন পিকচার্স প্রযোজিত মিশন আমেরিকা চলচ্চিত্রের। নায়িকা হিসেবে উপস্থিত ছিলেন তিনিও। কিন্তু শেষ পর্যন্ত বাদ পড়লেন। মিশন আমেরিকায় থাকছেন না তমা মির্জা

মিশন আমেরিকা পরিচালনা করার কথা ছিল কিস্তিমাত চলচ্চিত্রের পরিচালক আশিকুর রহমানের। তমা মির্জার বিপরীতে আমেরিকা প্রবাসী বাংলাদেশী তরুণ শায়ের আজিজের অভিনয় করার কথা ছিল। তিনি এ চলচ্চিত্রের মহরতেও উপস্থিত ছিলেন। মহরতে ছবির এক প্রযোজক ফয়জুল ইসলাম শাহিন উপস্থিত থাকলেও ছিলেন না আরেক প্রযোজক আমেরিকা প্রবাসী বাংলাদেশী ফয়সল আজিজ। এই দুই প্রযোজকের দ্বন্দ্বেই বাদ পড়েছেন তমা মির্জা। খবর মানবজমিনের

দুই প্রযোজকের সমস্যা মিটে যাওয়ার পর নতুন করে ছবির কাজ শুরু করছেন তারা, তবে তমা মির্জাকে বাদ দিয়ে। ছবি থেকে বাদ পড়ার বিষয়ে তমা মির্জার কোন বক্তব্য পাওয়া যায় নি। পত্রিকাটি জানিয়েছে, তমা মির্জা ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘নদীজন’ ছবির প্রচারণার কাজ নিয়ে ব্যস্ত। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ ছবিটি নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে।

মিশন আমেরিকা ছাড়াও রেইন পিকচার্সের আরও দুটি ছবিতে কাজ করছেন তমা মির্জা। একটি লাভলী, যার শুটিং শেষ হয়েছে। আরেকটি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড-এর শুটিং কিছু দিন হয়েছে। এ দুটির ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানা গেছে।


মন্তব্য করুন