Select Page

বাপ্পীকে পেলেন শম্পা

বাপ্পীকে পেলেন শম্পা

bappy-shampa

সিনেমার তারকার খোঁজার প্রতিযোগিতায় নাম লিখিয়ে বেশ পরিচিতি পেলেও শম্পার ক্যারিয়ার ততটা ফকফকা হয়নি। এবার তিনি সুযোগ পেলেন বাপ্পীর সঙ্গে অভিনয়ের। নতুন পরিচালক হারুন অর রশিদ পরিচালিত ‘কেমন তোমার ভালোবাসা’ ছবিতে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন তাঁরা।

এনটিভি অনলাইন জানায়, শুক্রবার ঢাকার শ্রুতি স্টুডিওতে মহরতের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। আরো অভিনয় করছেন সাদিয়া জামান জারা, নবাগত রাজ ও মুক্তা। ঈদের পর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

পরিচালক হারুন অর রশিদ এনটিভি বলেন, ‘আগামী শুক্রবার শ্রুতি স্টুডিওতে ছবির মহরত অনুষ্ঠান করছি। আমার এই ছবির মাধ্যমে চলচ্চিত্রে জুটি বেঁধে কাজ করবেন নায়ক বাপ্পী ও শম্পা। এরই মধ্যে তাদের সঙ্গে চুক্তি করেছি। একেবারেই প্রেমনির্ভর একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করব। এটা ত্রিভুজ প্রেমের গল্প। বাপ্পীর বিপরীতে আছেন আরেক নায়িকা সাদিয়া জামান জারা। এ ছাড়া আছে নতুন মুখ রাজ ও মুক্তা। গল্পের প্রয়োজনে আমি এক জোড়া নতুন মুখ নিয়েছি। আশা করি সবার কাছে ভালো লাগবে।’

চলতি মাসের ১৭ তারিখ থেকে গাজীপুরের পুবাইলে টানা ১০ দিন ছবির শুটিং হবে বলে জানান পরিচালক। পরের মাসে ছবির অ্যাকশন দৃশ্য ও গান শুট করা হবে।


মন্তব্য করুন