Select Page

বাপ্পী-মাহির শেষ ছবির হল তালিকা

বাপ্পী-মাহির শেষ ছবির হল তালিকা

onek-dame-kena-bappy-mahi

শোনা যাচ্ছে, কয়েকজন নায়কের বিপরীতে নতুন ছবি নিচ্ছেন না মাহি। তাদের একজন বাপ্পী। যদিও পরে, এমনটা অস্বীকার করেছেন তিনি। ঘটনা যদি সত্য হয়, তবে ‘অনেক দামে কেনা’ হতে যাচ্ছে এ জুটির আপাতত শেষ ছবি। এ ছাড়া জাজ মাল্টিমিডিয়ার সঙ্গেও দুই তারকার শেষ সিনেমা এটি।

জাকির হোসেন রাজু পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ডিপজল। মুক্তি পাচ্ছে ৯০ হলে। আসুন হল তালিকা জেনে নিই—

ঢাকা : মধুমিতা, সনি, শ্যামলী, চিত্রামহল, সৈনিক ক্লাব, পূর্ণিমা, গীত, জোনাকি, বিজিবি, মুক্তি, এশিয়া ও পুনম।

ঢাকার বাইরে : নিউ গুলশান (জিঞ্জিরা), রাজমহল (ডেমরা), ঝংকার (পাচঁদোনা), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), আনারকলি (টঙ্গী), চাঁদমহল (কাঁচপুর), চন্দ্রিমা (শ্রীপুর), নবীন (মানিকগঞ্জ), মণিহার (যশোর), আলমাস (চট্টগ্রাম), উপহার (রাজশাহী), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), ছায়াবানী (ময়মনসিংহ), নন্দিতা (সিলেট), মধুমিতা  (কুমিল্লা), সাগরিকা (চালা, সিরাজগঞ্জ), শঙ্খ  (খুলনা), বানী (পাবনা), চিত্রালী(খুলনা), মর্ডান (দিনাজপুর), সোনিয়া (বগুড়া), মণিহার (শাহজাদপুর), মমতাজ (সিরাজগঞ্জ), কাকলী (শেরপুর), মনোয়ারা (জামালপুর), হীরামন (নেত্রকোণা), মধুমতি (ভৈরব), মানসী (কিশোরগঞ্জ), বনানী (কুষ্টিয়া), হ্যাপি (লক্ষ্মীপুর), সঙ্গীতা (সাতক্ষীরা), সাধনা (রাজবাড়ী), ফাল্গুন (নাগরপুর), ময়ূরী (বাঘাছাড়া), চলন্তিকা (গোপালদি), মুন (হোমনা), তাজ (গোবিন্দা), হীরক (গোবিন্দগঞ্জ), রাজ (কুলিয়ারচর), লালমনি (লালমন), বর্ষা( জয়দেবপুর), উর্বাশী (ফুলবাড়ি), তিতাস (পটুয়াখালী), তামান্না (সৈয়দপুর), শাহিন (বল্লাবাজার), শাপলা (ভালুকা), সন্ধ্যা (পটিয়া), সাগর (কালিয়াকৈর), রূপসা (ভোলা), রাজমনি (বোরহানউদ্দিন), পূর্বাশা (শান্তাহার), প্রিয়া (ঝিনাইদহ), পৃথিবী (জয়পুরহাট), অবসর (বিরামপুর), ময়নামতি (কুমিল্লা), মৌসুমী (পাকুন্দিয়া), মনিকা (শাহতাজগঞ্জ), মধুমতী (মাগুরা), মিলন (মাদারীপুর), কল্লোল (মধুপুর), কাজলী (মতলব), কানন (সাগরদীঘি), জয় (সমশেরনগর), পিরোজমহল (পাগলা), ক্লিওপেট্রা (ধনুট, বগুড়া), বর্ণালী (নোয়াপাড়া), বনলতা (ফরিদপুর), ভাই ভাই (সখিপুর), অন্তরা (মিলনদাহা), আলোছায়া (শরিয়তপুর), আলিম (মাথাবাড়ি), ছায়াবানী (নাটোর), রাজমহল (চাঁপাইনবাবগঞ্জ), কথাচিত্র  (কটিয়াদি),  চিত্রাবানী (গোপালগঞ্জ) ও ঝংকার (বকশীগঞ্জ)।


মন্তব্য করুন