 
বাসায় ফিরলেন রাজ্জাক
 বাসায় ফিরলেন নায়করাজ রাজ্জাক। ৪ এপ্রিল শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। স্কয়ার হাসপাতালের চিকিৎসক জুবায়ের আহমদের উদ্ধৃতি দিয়ে অভিনেতা সম্রাট জানান, ‘আব্বা এখন শঙ্কামুক্ত। ঠাণ্ডা, ধুলাবালি এবং ধোঁয়ামুক্ত পরিবেশে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ফুসফুসের অবস্থাও ভালো। তবে বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে।’
বাসায় ফিরলেন নায়করাজ রাজ্জাক। ৪ এপ্রিল শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। স্কয়ার হাসপাতালের চিকিৎসক জুবায়ের আহমদের উদ্ধৃতি দিয়ে অভিনেতা সম্রাট জানান, ‘আব্বা এখন শঙ্কামুক্ত। ঠাণ্ডা, ধুলাবালি এবং ধোঁয়ামুক্ত পরিবেশে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। ফুসফুসের অবস্থাও ভালো। তবে বেশ কিছুদিন বিশ্রাম নিতে হবে।’ সর্বশেষ ২৯ মার্চ হাসপাতালে ভর্তি করানো হয়। কিছুটা সুস্থবোধ করায় ৩ এপ্রিল বাসায় ফেরেন তিনি। ৪ এপ্রিল শারীরিক অবস্থার আবার অবনতি ঘটলে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় তাকে।
গতকাল অবস্থা সন্তোষজনক হলে হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয় তাকে।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 





