Select Page

‘বিজলী’র শেষদিন

‘বিজলী’র শেষদিন

bijli

ববি অভিনীত ও প্রযোজিত সুপারহিরোইন সিনেমা ‘বিজলী’র শুটিং শেষ হচ্ছে থাইল্যান্ডে।

মানবজমিনকে ববি মুঠোফোনে বলেন, ‘বর্তমানে থাইল্যান্ডে ১০ জনের একটি একটি অ্যাকশন টিম কাজ করছি। এখানে মারপিটের দৃশ্যায়ন চলছে। আমার সঙ্গে অভিনয় করছেন নবাগত নায়ক রণবীর। বেশ ভালোভাবেই কাজ এগিয়ে যাচ্ছে। কাজ শেষ হবে মঙ্গলবার। বুধবার আমরা ঢাকা ফিরব। ঈদের পর এ ছবিটি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেবেন পরিচালক।’

‘বিজলী’ পরিচালনা করছেন ইফতেখার চৌধুরী। আরো অভিনয় করছেন ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর, জাহিদ হাসান, আহমেদ রুবেল ও কলকাতার শতাব্দী রায় প্রমুখ।

নির্মাতা ইফতেখার চৌধুরী বলেন, ‘আমরা থাইল্যান্ডে ৫০তলা একটি বিল্ডিংয়ের উপরে অ্যাকশন দৃশ্যের শট নিয়েছি। ওই ভবনটির নাম ক্যাট বিল্ডিং।’


মন্তব্য করুন