Select Page

বিজয়ের মাসে প্রেক্ষাগৃহে মুক্তিযুদ্ধের কোন ছবি নেই

মোহাম্মদ আওলাদ হোসেন: বিজয়ের মাস ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য আপাতত কোন ছবির প্রস্তুতি নেই। অন্য বছরগুলোতে বিজয় দিবস ১৬ই ডিসেম্বরে মুক্তির জন্য দু-একটা ছবি মুক্তির উদ্যোগ দেখা গেলেও এ বছর সেটা নেই। অথচ বিজয়ের ৪২ বছর পূর্ণ করবে বাংলাদেশ।

অবশ্য বিজয় দিবসের দিনে বিটিভিসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেলে পুরনো মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শন করা হবে। সমপ্রতি নির্মিত নাসিরউদ্দিন ইউসুফ পরিচালিত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘গেরিলা’র প্রথমবারের মতো ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। কিন্তু প্রেক্ষাগৃহে ডিসেম্বর মাসে মুক্তির জন্য প্রস্তুত ছবিগুলোর তালিকায় কোন মুক্তিযুদ্ধের ছবি নেই। তবে পি এ কাজল পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘মুক্তি’ প্রস্তুত রয়েছে। কিন্তু ছবিটি বিজয় দিবস উপলক্ষে মুক্তি পাবে কিনা এ বিষয়ে ইমপ্রেস টেলিফিল্ম এখনও কোন সিদ্ধান্ত নেয়নি।

বর্তমানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণের সঠিক খবরটাও কারও জানা নেই। যারা নিয়মিতভাবে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করে এসেছেন তারাও এখন এ বিষয়ে নীরবতা পালন করছেন। মুক্তিযুদ্ধের মতো বিশাল একটি বিষয় নিয়ে ছবি নির্মাণের নেপথ্যে থাকে নানা প্রতিবন্ধকতা। সঠিক ইতিহাস তুলে ধরতে রাজনৈতিক বিধিনিষেধ, পুঁজিস্বল্পতা এবং সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে এখন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হতে দেখা যায় না স্বনামধন্য চলচ্চিত্রকারদের। ছবি নির্মাণের পর মুক্তিবিষয়ক আরেকটা জটিলতা তো থাকেই।

চলচ্চিত্র নির্মাণে সরকার যে অনুদান প্রদান করে থাকে, তাতে করেও একটি মুক্তিযুদ্ধের পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ সম্ভব হয় না। ফলে গৌরবময় মুক্তিযুদ্ধ নিয়ে চলচ্চিত্র নির্মাণে নির্মাতাদের আগ্রহটা দিনে দিনে কমে যাচ্ছে। তাই চলতি বছরের বিজয় দিবস উপলক্ষে মুক্তির জন্য প্রস্তুত আছে তেমন একটি ছাড়া আর কোন ছবি খুঁজে পাওয়া যাচ্ছে না। যেটি পাওয়া যাচ্ছে সেই ‘মুক্তি’ ছবির মুক্তির বিষয়ে কোন নিশ্চয়তা নেই। তাই তো বিজয়ের ৪২ বছর পূর্তিতে বাংলাদেশের অভিজাত প্রেক্ষাগৃহগুলোকে মুক্তিযুদ্ধের ছবিশূন্যই থাকতে হবে।

সূত্র: মানবজমিন


মন্তব্য করুন