Select Page

বিজয় দিবসে দুই সিনেমা

বিজয় দিবসে দুই সিনেমা

ami-tomer-hote-chai

বিজয় দিবসের আনন্দ বাড়াতে ১৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দুই সিনেমা।

একটি হলো অনন্য মামুন পরিচালিত ও বাপ্পী-বিদ্যা সিনহা মিম অভিনীত ‘আমি তোমার হতে চাই’। ইতোমধ্যে সিনেমাটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। পুরোদমে চলছে প্রচারণা।

একজন গ্যাংস্টার শখের বসে ইউটিউবে একটি গান আপলোড করেন। ঘটনাক্রমে গানটি বেশ জনপ্রিয়তা পায়। এমন ঘটনা ঘিরে আবর্তিত হয়েছে সিনেমার গল্প।

‘আমি তোমার হতে চাই’ এ আরো অভিনয় করছেন দিপালী আক্তার তানিয়া, জন, মিশা সওদাগর ও মনিরা মিঠু। আইটেম গানে পারফর্ম করেছেন বলিউড তারকা রাখি সাওয়ান্ত। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সংলাপ বসিয়েছেন সোমেশ্বর অলি। ‘আমি তোমার হতে চাই’ প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস লিমিটেড। পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।

shahriaz-jolly

অন্য সিনেমাটি হলো, ইমদাদুল হক মিলনের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’। প্রধান চরিত্রে আছেন শাহরিয়াজ ও জলি। পরিচালনা করছেন নাদের চৌধুরী।

১০ অক্টোবর থেকে ভোলাতে প্রায় টানা একমাস সিনেমাটির শুটিং হয়। বর্তমানে শুটিং চলছে মানিকগঞ্জে।  ১০ ডিসেম্বরের মধ্যে সিনেমাটি সেন্সরে জমা পড়বে।


মন্তব্য করুন