Select Page

বিটিভির ঈদ আয়োজনে রুনা লায়লা-সাবিনা ইয়াসমিন

বিটিভির ঈদ আয়োজনে রুনা লায়লা-সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ টেলিভিশনের ঈদ আয়োজনে আলাদা আলাদা দুটি অনুষ্ঠানে হাজির হচ্ছেন দেশের দুই সঙ্গীত কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।

‘তোমাদেরই গান শুনাবো’ অনুষ্ঠানের মাধ্যমে প্রায় দুই যুগ পর বিটিভিতে গান করলেন রুনা লায়লা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। অতিথি হিসেবে আছেন নায়ক, প্রযোজক ও পরিচালক আলমগীর।

অনুষ্ঠানে রুনা লায়লার কণ্ঠে শোনা যাবে ‘প্রতিদিন তোমায় দেখি’, ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’, ‘যখন থামবে কোলাহল’, ‘ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি’, ‘আমায় ভাসাইলিরে’, ‘কার তরে নিশি জাগো রাই’সহ আরো দুটি গজল।

সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠানের নাম ‘চিরদিনের সাবিনা’। উপস্থাপনা করেছেন বিশিষ্ট লেখক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে পরিবেশিত গানগুলো হলো— একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, আমি রজনীগন্ধা ফুলের মতো, ওরে ও পরদেশী,  প্রেম যেন মোর গোধূলি বেলা,  একটুস খানি দেখো, এই মন তোমাকে দিলাম, আমার ভাঙা ঘরে ভাঙা চালা, গীতিময় সেইদিন চিরদিন এবং ও আমার রসিয়া বন্ধুরে।


মন্তব্য করুন