Select Page

বিদেশি ছবি বন্ধে রিটকারীর অংশীদারই করবে আমদানি!

বিদেশি ছবি বন্ধে রিটকারীর অংশীদারই করবে আমদানি!

সাফটা চুক্তির আওতায় সার্কভুক্ত দেশগুলোর ছবি উৎসবের সময় আমদানিতে নিষেধাজ্ঞা রয়েছে। নীপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী চিত্র প্রযোজক সেলিনা বেগম গত বছর ঈদুল ফিতরের আগে হাইকোর্টে রিট পিটিশন করেন।

হাইকোর্ট সাফটা চুক্তির আওতায় উৎসবে ছবি আনার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দুই দিন পরই আপিল করেছিলেন প্রদর্শক সমিতির সভাপতি ইখতেখার উদ্দীন নওশাদ। কিন্তু সেখানেও হাইকোর্টের রায় বহাল থাকে। এ কারণে সে সময় সুলতান ও ভাইজান এল রে মুক্তি পায়নি।

এখন বাদীপক্ষ মামলা প্রত্যাহার করে নিলে উত্সবে আমদানি করা ছবি মুক্তিতে বাধা থাকবে না।

এ বিষয়ে কথা বললে বাদীর ঘনিষ্ঠ একজন প্রথম আলোকে বলেন, ‘সিনেমার অভাবে হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাই দেশের চলচ্চিত্রের স্বার্থে প্রদর্শক সমিতি যদি আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করে, তাহলে উভয় পক্ষের সম্মতিতে ঈদের আগে মামলা প্রত্যাহার হওয়ার সম্ভাবনা আছে।’

জানা গেছে, মামলার বাদীর এক ব্যবসায়ী অংশীদার এরই মধ্যে তাদের প্রযোজনা প্রতিষ্ঠানের তিনটি ছবি কলকাতায় রপ্তানি করেছেন। বিনিময়ে সেখান থেকে দেব ও জিৎ অভিনীত দুটি ছবি আমদানি করে ঈদে মুক্তির দেওয়ার কথা বলছেন।

চলচ্চিত্রপাড়ায় সূত্র বলছে, ঈদে সাতটি ছবি মুক্তি পেতে পারে। এরই মধ্যে চারটি ছবি মুক্তির বিষয় চূড়ান্ত করেছে ছবিগুলোর প্রযোজনা প্রতিষ্ঠান। ছবি চারটি হলো শাকিব-বুবলী অভিনীত পাসওয়ার্ড, রোশান-ববি অভিনীত বেপরোয়া, তারিক আনাম খান-স্পর্শিয়া অভিনীত আবার বসন্ত ও নবাগত শান্ত খান-নেহা আমান্তি (কলকাতা) অভিনীত প্রেমচোর। এর মধ্যে প্রেমচোর, বেপরোয়া, আবার বসন্ত ছবি তিনটির শুটিং শেষ হয়েছে এবং সেন্সরও হয়ে গেছে।


মন্তব্য করুন