Select Page

‘বিদ্রোহী’ নিয়ে মুখ খুললেন শাকিব

‘বিদ্রোহী’ নিয়ে মুখ খুললেন শাকিব

শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ ঈদুল ফিতরে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।  এ নিয়ে ছবির নায়ক শাকিব খানের নীরবতা নিয়ে সমালোচনার শেষ নেই। ধারণা করা হচ্ছিল,  প্রযোজক সেলিম খানের সঙ্গে দ্বন্ধ এর কারণ।

অবশেষে ‘বিদ্রোহী’ নিয়ে মুখ খুললেন শাকিব। আমেরিকা প্রবাসী এ নায়ক শনিবার ফেসবুকে লেখেন, “বহুদিন ধরে আছি দেশের বাইরে। ঈদও হচ্ছে তাই সবার থেকে দূরে। তবে দূরে থাকলেও আছি ভক্ত–দর্শকদের সঙ্গে, ঈদে মুক্তি পাওয়া আমার দুটি সিনেমা নিয়েই। একটি ‘বিদ্রোহী’, অন্যটি ‘গলুই’।

দর্শকের ভালোবাসা ও আগ্রহের কারণেই শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বিদ্রোহী’। বিগত বছরগুলোতেও দর্শক আগ্রহের কারণে শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে আমার সিনেমাগুলো। আশা করছি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

করোনার এই সংকট সময়ে শতাধিক প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির ব্যাপারটি নিঃসন্দেহে ভীষণ ইতিবাচক ও আনন্দের সংবাদ। দর্শক চাহিদা ও ভালোবাসার প্রতি বরাবরের মতোই এবারও আমি কৃতজ্ঞ।

সিনেমা হল মালিকদের ধন্যবাদ, তারা দর্শক আগ্রহকে গুরুত্ব দিয়েছেন। করোনার এই সংকট সময়েও প্রযোজকেরা সাহস নিয়ে সিনেমা মুক্তি দিচ্ছেন, যে হল মালিকেরা দেখানোর সব ধরনের ব্যবস্থা করেছেন তাদেরও ধন্যবাদ।

ঈদ হোক ‘বিদ্রোহী’, ‘গলুই’ ও মুক্তি প্রতীক্ষিত সকল সিনেমাময়। পরিবারের সবাইকে নিয়ে সব সিনেমার দেখার আহ্বান জানাই। সুস্থতা আর নিরাপদে কাটুক প্রত্যেকের ঈদ। উৎসবের প্রতিদিন হোক আনন্দে, পরিবারের সবাইকে নিয়ে।

ঈদ মোবারক।”


মন্তব্য করুন