Select Page

বিনামূল্যে দেখা যাবে ‘মশারি’, কথা দিলেন নুহাশ

বিনামূল্যে দেখা যাবে ‘মশারি’, কথা দিলেন নুহাশ

আন্তর্জাতিক বেশ কয়েকটি উৎসবে পুরস্কার জিতেছে নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’। সে সুবাদে হলিউডের দুটি টেলেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি হুলুর জন্য শেষ করেছেন প্রথম প্রজেক্ট।

সে হিসেবে ‘মশারি’র জন্য দর্শকদের আগ্রহ কম নয়। অনলাইনে লিক হওয়া এ ছবি একটি কপি দেখে অনেকেই সন্তুষ্ট। কিন্তু নুহাশ বলছেন, ঠিকঠাক রেজুলেশনে দেখার জন্য দর্শকদের এত কষ্ট করতে হবে না। এমনকি টাকাও খরচ করতে হবে না।

এই সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলেন, সবাই ‘মশারি’র যে লিক হওয়া লিংক শেয়ার করছেন, সেটির রেজুলেশন কম। কিন্তু এখন ছবিটি পাবলিক করলে বাকি উৎসবে অংশ নেয়ার সম্ভাবনা নষ্ট হবে।

তিনি বলেন, ফেস্টিভ্যাল সিজন শেষে হলে খুব শিগগিরই ভালো রেজুলেশন ও কোয়ালিটির ‘মশারি’ সবার জন্য অনলাইনে ফ্রি করে দেবেন।

বাংলা সিনেমার ভবিষ্যত আপনার হাতে উল্লেখ করে নুহাশ আরো বলেন, দয়া করে লিক হওয়া লিংকটি শেয়ার করবেন না।

ভবিষ্যৎ পৃথিবীর গল্প নিয়ে নির্মিত ‘মশারি’তে দুই বোনের চরিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও অনেরা।


মন্তব্য করুন