Select Page

বিনামূল্যে ‘পুত্র’ দেখার সুযোগ

বিনামূল্যে ‘পুত্র’ দেখার সুযোগ

শতাধিক হলে গেল শুক্রবার মুক্তি পেয়েছে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত সিনেমা ‘পুত্র’। ছবিটি এবার বিনামূল্যে দেখার সুযোগ পাচ্ছেন ছাত্র-ছাত্রীরা।

বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতি ও শুক্রবার স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের জন্য ‘পুত্র’ সিনেমা বিনামূল্যে প্রদর্শনের ব্যবস্থা করতে। দেশের সকল জেলা প্রশাসক বরাবর পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, ১১ জানুয়ারি পর্যন্ত দেশের সব প্রেক্ষাগৃহে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা ‘পুত্র’ ছবিটি বিনামূল্যে দেখতে পারবে।

অটিস্টিক শিশুদের বেড়ে ওঠা, পরিবারের চ্যালেঞ্জ আর পারিপার্শ্বিক সামাজিক অবস্থায় একটি অটিস্টিক শিশু জীবন-যাপন কেমন হয়, শিশুটি কিভাবে বেড়ে ওঠে, সেসব দৃশ্যপট তুলে ধরা হয়েছে ‘পুত্র’ চলচ্চিত্রে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। অন্যান্য চরিত্রে আছেন চিত্রনায়ক ফেরদৌস, আজিজুল হাকিব, শামস সুমন ও ডলি জহুরসহ অনেকে। হারুন রশীদের কাহিনিতে চিত্রনাট্য ও সংলাপ করেছেন স্বয়ং নির্মাতা সাইফুল ইসলাম মান্নু।


মন্তব্য করুন