Select Page

বিপাশা ও চার বুড়োর কীর্তি! (ভিডিও)

বিপাশা ও চার বুড়োর কীর্তি! (ভিডিও)

bipasha-ek-prithibi-prem

আইটেম গার্ল বিপাশা কবির এখন পুরোদস্তুর বাঈজী। তার নাচতে দেখতে এসেছেন চার বুড়ো— এটিএম শামসুজ্জামান, সৈয়দ হাসান ইমাম, আবুল হায়াতআমিরুল হক চৌধুরী

‘পিঁপড়া’ শিরোনামের গানে তাদের দেখা যাবে এসএ হক অলিক পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’ সিনেমায়। বৃহস্পতিবার গানটি প্রকাশ হয়েছে ইউটিউবে।

ইমন সাহার সঙ্গীত পরিচালনায় ‘পিঁপড়া’তে কণ্ঠ দিয়েছেন মিমি। গানটি লিখেছেন পরিচালক অলিক।

hayat-atm-hasan-amirul-bipasha-ek-prithibi-prem

বিপাশাকে সচরাচর যেভাবে পাওয়া যায়, এ গানে তার চেয়ে ভিন্নভাবে হাজির হয়েছেন। মুজরার ভঙ্গিগুলো চমৎকার রপ্ত করেছেন। গানের সুরের সঙ্গে তাল রেখে আইটেম সংয়ের চপলতা পাওয়া গেছে। পাশাপাশি চার অভিনেতা ব্যতিক্রমধর্মী কিছু করতে ফেরে খুশি— বোঝা গেছে তাদের অভিব্যক্তিতে। সাথে ছিলেন আফজাল শরীফ। সবমিলিয়ে মজার একটি গান ‘পিঁপড়া’।

দুই তরুণ-তরুণীর প্রেমের সমান্তরালে বৃদ্ধাশ্রমের কাহিনী উঠে এসেছে ‘এক পৃথিবী প্রেম’ সিনেমায়। মুক্তি পাবে ঈদের পর। প্রধান দুই চরিত্রে আছেন আইরিনআসিফ নূর


মন্তব্য করুন