Select Page

বিপাশা কবিরের গোপন বিয়ে

বিপাশা কবিরের গোপন বিয়ে

bipasha-kabirবাপ্পীর গোপন বিয়ের গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই এবার শিরোনাম হলেন আইটেমকন্যা বিপাশা কবির

৪ বছর ধরে মালয়েশিয়া প্রবাসী মাসুম পারভেজের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন বিপাশা কবির।

সেই প্রেমের চূড়ান্ত পরিণতি টানলেন এবার।

একেবারে অনাড়ম্বর পরিবেশে তাদের চার হাত এক হয়েছে।

তবে বিপাশার বিয়ের খবর এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। মাসুম পারভেজের সঙ্গে তার স্রেফ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলেই জানান তিনি।

অন্যদিকে তারই এক ঘনিষ্ঠজন সংবাদমাধ্যমকে বিয়ের তথ্য প্রমাণাদি দিয়েছেন। যেখানে বিপাশা নিজেই তার বন্ধুকে বিয়ের খবরটি দিয়েছেন।

ঢাকাই ছবিতে নায়িকা হওয়ার আশা নিয়ে মিডিয়ায় পথচলা শুরু করেন বিপাশা কবির।

২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ নামের একটি ছবিতে আইটেম গার্ল হিসেবে প্রথমবার সিনেপর্দায় দেখা যায় তাকে।

এদিকে পারভেজের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন এমন একটি ছবি বিপাশা তার ফেসবুকের কভার পেজে ব্যবহার করেছেন। সেখানে ক্যাপশনে লেখেন ‘শুধুই আমার…।’

মাসুম পারভেজের ছবি আপনার ফেসবুকে কেন? এমন প্রশ্নের জবাবে বিপাশা বলেন, ‘মাসুম পারভেজ আমার ভালো বন্ধু। এর বাইরে আর কিছুই না। আর বন্ধুর ছবি ফেসবুকে দিতেই পারি।’

নোয়াখালীর ছেলে মাসুস পারভেজ বর্তমানে মালয়েশিয়াতে বসবাস করছেন। কিছুদিন আগে অবসর কাটাতে মালয়েশিয়া গিয়েছিলেন বিপাশা।

বর্তমানে সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’ সিনেমায় অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। এছাড়া হাতে আছে ‘খাস জমিন’সহ আরো কিছু চলচ্চিত্র।


মন্তব্য করুন