Select Page

বিপ্লবী প্রীতিলতা হচ্ছেন পরী মনি?

বিপ্লবী প্রীতিলতা হচ্ছেন পরী মনি?

পরী মনির জন্মদিনের অনুষ্ঠানে পরিচালক রাশিদ পলাশ (নায়িকার বামে) ও চিত্রনাট্যকার গোলাম রাব্বানী (নায়িকার ডানে)

গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’-এর পর ছবি বাছাইয়ে খুবই খুঁতখুঁতে পরী মনি। অনেকদিন পর করা ‘বিশ্বসুন্দরী’ ডিসেম্বরে মুক্তি পাচ্ছে। এর মধ্যে আর কোনো ছবির ঘোষণা দেননি।

শোনা যাচ্ছে, ব্রিটিশবিরোধী বিপ্লবী ও মাস্টারদা সূর্য সেনের সহকর্মী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীতে অভিনয় করবেন পরী মনি। সিনেমাটি পরিচালনা করবেন রাশিদ পলাশ। চিত্রনাট্যে আছেন গোলাম রাব্বানী। মাস কয়েক আগে পরিচালক-চিত্রনাট্যকার সিনেমাটি নিয়ে পরীর সঙ্গে আলোচনা করেন। এরপর একাধিকবার তাদের মধ্যে যোগাযোগ হয়েছে। দুইপক্ষই ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

যদিও ‘প্রীতিলতা’র ঘোষণা ও মহরত হয় ২০১৬ সালে। কিন্তু নানা কারণে শুটিং হয়নি। ওই সময় চমক হিসেবে প্রধান চরিত্রের নামও জানানো হয়নি। শোনা যায়, নির্মাতাদের প্রাথমিক পছন্দে ছিলেন জয়া আহসান। তবে প্রীতিলতার বয়স ও অন্যান্য বিবেচনায় পরী মনিকে নিয়ে তারা ভাবছেন।

অবশ্য এই বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানানোর সময় আসেনি বলে জানায় একটি সূত্র। রাশিদ পলাশ বর্তমানে ‘পদ্মপুরাণ’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন। এরপরই ‘প্রীতিলতা’র ঘোষণা আসতে পারে।

এর আগে সমরেশ মজুমদারের উপন্যাস ‘গর্ভধারিণী’র জয়িতার চরিত্রে পরীকে ভাবেন মাহমুদ দিদার। তবে ওই প্রজেক্ট নিয়ে চূড়ান্ত কিছু জানা যায়নি। এখন যদি পরী ‘প্রীতিলতা’য় যুক্ত হন তবে ফিকশনাল বিপ্লবীকে ছাড়িয়ে বাস্তব চরিত্রে নিজেকে মেলে ধরার সুযোগ পাবেন।

এ ছাড়া শিগগিরই টিএম ফিল্মসের ব্যানারে পরীর নতুন সিনেমার ঘোষণা আসতে পারে।


মন্তব্য করুন