Select Page

বিশ্বকাপকে পরীমণীর চ্যালেঞ্জ

বিশ্বকাপকে পরীমণীর চ্যালেঞ্জ

Pori moni

সাধারণ বিশ্বকাপের মৌসুমে নতুন চলচ্চিত্র মুক্তি পায় না। কারণ এ সময় প্রেক্ষাগৃহে আশানুরূপ দর্শক সমাগম হয় না। সেই সময়ই মুক্তি পাচ্ছে আলোচিত নায়িকা পরী মনির প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা সীমাহীন’। ছবিটির পরিচালক শাহ আলম মণ্ডল জানিয়েছেন সিনেমাটি ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন পরীমনি, জায়েদ খানআনিসুর রহমান মিলন। এ ছাড়া রয়েছেন কাজী হায়াৎ, সাদেক বাচ্চু প্রমুখ। ২০১৪ সালের অক্টোবরে ‘ভালোবাসা সীমাহীন’ এর কাজ শেষ হয়। ২০১৫ সালের ৬ জানুয়ারি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। এরপর সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র পায়। মুক্তি পাবে আগামী ২৭ ফেব্রুয়ারি। কিন্তু চলমান বিশ্বকাপ ক্রিকেটের কারণে চলচ্চিত্রটি ব্যবসায়িক ঝুঁকিতে থাকবে। এর নেতিবাচক প্রভাব পরী মনির ক্যারিয়ারেও পড়তে পারে। তবে যদি সফলতা পায়, পরী অনেকদূর এগিয়ে যাবেন।

16925

‘ভালোবাসা সীমাহীন’ এর গল্পে দেখা যাবে- মির্জা পরিবারের সন্তান জায়েদকে ভালোবাসেন তালুকদার পরিবারের মেয়ে পরী মনি। তাদের এ ভালোবাসায় বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবার। এক পর্যায়ে পরী মনি বিয়ে করেন মিলনকে। তখন শুরু হয় সম্পর্কের টানাপড়েন। এভাবেই এগিয়ে গেছে এ চলচ্চিত্রের গল্প।

নোমান কথাচিত্রের ব্যানারের এ ছবিতে ছয়টি রোমান্টিক গান স্থান পেয়েছে। সিনেমার সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।


মন্তব্য করুন