Select Page

‘বিশ্ববাজারে আমাদের ছবির চাহিদা আকাশচুম্বী’

‘বিশ্ববাজারে আমাদের ছবির চাহিদা আকাশচুম্বী’

বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে বলা হয়ে থাকে— বিদেশে তো দূরের কথা দেশেও ভালোভাবে ছবি চলছে না। এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেন শাকিব খান

তিনি মানবজমিনকে বলেন, “কয়েকদিন আগের কথা। ‘শিকারি’ ছবিটি মালয়েশিয়ায় মুক্তি পেয়েছে। ছবির মুক্তি উপলক্ষে সেখানে গিয়েছিলাম আমি। ছবিটি নিয়ে সেখানকার দর্শকের যে আগ্রহ আর কৌতূহল দেখেছি তাতে এটা পরিষ্কার হয়ে গেছে, বিশ্ববাজারে আমাদের ছবির চাহিদা আকাশচুম্বী। আমাদের বাণিজ্যিক ছবি আবার আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে এবং সফল হচ্ছে। বর্তমানে ভালো ছবি এক্সপোর্ট করে সহজে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব।”

তবে তিনি জানান, বাংলাদেশের সিনেমা কারিগরি দিক থেকে দুর্বল।

এদিকে শুক্রবার মুক্ত পেয়েছে শাকিবের নতুন সিনেমা ‘ধূমকেতু’। বরাবরের মতোই প্রচার প্রচারণায় দেখা যায়নি তাকে। এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ছবিটি মুক্তির আগে থেকেই বাংলাদেশের বাইরে আমি। তাই এর প্রচার-প্রচারণায় যুক্ত হওয়ার সুযোগ পাইনি। তা ছাড়া আমি সব সময়ই একটা কাজ করি, আমার ছবি যেদিন মুক্তি পায়, সেদিন ঢাকার সব কটি প্রেক্ষাগৃহ গোপনে সফর করি। এবার তা করতে পারিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মুঠোফোনে পরিচিত অনেকের কাছ থেকেই ছবির ভালো খবর পাচ্ছি।’

শনিবার প্রকাশ হয়েছে শাকিবের আরেক ছবি ‘অপারেশন অগ্নিপথ’-এর টিজার। আশিকুর রহমানের পরিচালনায় তাকে ভিন্নলুকেই দেখা গেল। এ সিনেমায় শাকিব গোয়েন্দা চরিত্রে অভিনয় করছেন। ২ মিনিটের এই টিজারে আরো দেখা যায় ছবির নায়িকা শিবা আলী খান, মিশা সওদাগর, টাইগার রবিকে।


মন্তব্য করুন