Select Page

‘বিশ্বসুন্দরী’ অসম্পূর্ণ, মেলেনি সেন্সর সনদ

‘বিশ্বসুন্দরী’ অসম্পূর্ণ, মেলেনি সেন্সর সনদ

অসম্পূর্ণ থাকায় সেন্সর পায়নি চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’। যদিও গেল দুই মাস ধরে শোনা যাচ্ছিলো, ডিসেম্বরেই মুক্তি পাবে সিয়াম আহমেদ ও পরী মনি অভিনীত এই সিনেমা।

এই খবর দিয়েছে বার্তা টোয়েন্টিফোর কম। সংবাদমাধ্যমটিকে সেন্সরবোর্ডের ভাইস চেয়ারম্যান নিজামুল কবির বলেন, ‘২ ডিসেম্বর সেন্সর বোর্ডে জমা পড়ে ‘বিশ্বসুন্দরী’। সিনেমাটি আমরা একবার দেখেছি, কিন্তু সিনেমার কাজ শেষ হয়নি। অসম্পূর্ণ সিনেমা সেন্সর বোর্ডে দেওয়ায় সিনেমাটির সেন্সর হয়নি। আমরা সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছি সিনেমার কাজ শেষ করে জমা দিলে আমরা আবার দেখবো সিনেমাটি।’

এ প্রসঙ্গে ‘বিশ্বসুন্দরী’র চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান বলেন, ‘প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ও আলমগীর ভাইয়ের কিছু অংশের ডাবিং অসম্পূর্ণ রেখে জমা দিয়েছিলাম। চলতি সপ্তাহে সব ঠিক করে আমরা আবার সিনেমাটি জমা দিবো। সিনেমাটির মুক্তির আনুমানিক তারিখও এখন বলা যাচ্ছেনা।’

সিয়াম-পরী মনি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ, মনিরা মিঠুসহ আরও অনেকে।


মন্তব্য করুন