Select Page

‘বীরত্ব’-এর গান দিয়ে প্রথমবার সালওয়া

‘বীরত্ব’-এর গান দিয়ে প্রথমবার সালওয়া

সালওয়া বেশ কিছু চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে অভিষেক চলচ্চিত্র হতে যাচ্ছে সাইদুল ইসলাম রানা পরিচালিত ‘বীরত্ব’, যার মুক্তির তারিখ ১৬ সেপ্টেম্বর। বৃহস্পতিবার এ ছবির গান ‘ভালোবাসা বলা হয়ে যায়’ দিয়ে প্রথমবার নায়িকা হিসেবে দর্শকের সামনে এলেন সালওয়া, বিপরীতে আছেন ইমন।

সালওয়া ও ইমন, বীরত্ব সিনেমায়

রোমান্টিক আমেজের গানটি গোলাম রাব্বী সোহাগের সুর-সংগীতে গানটি লিখেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা। গেয়েছেন জনপ্রিয় গায়ক ইমরান ও গায়িকা পূজা। টাইগার মিডিয়া অফিশিয়ালে প্রকাশ হয়েছে গানটি। শুটিং হয়েছে সিলেটের চা বাগান, জাফলংসহ বিভিন্ন লোকেশনে।

পিং পং এন্টারটেইনমেন্ট প্রযোজিত এ ছবি পরিচালক সাইদুর রহমান রানারও প্রথম নির্মাণ। এর গল্পে আছে নারী পাচার, মানব সম্পর্ক ও অন্যান্য বিষয়াদি।

পরিচালক বলেন, প্রায় ১২০টির বেশি লোকেশন ব্যবহার করেছি। এক লোকেশন একাধিকবার নেই। পুরো ছবি দেখলে বোরিং লাগার কোনো সুযোগ নেই। তবে বার বার ইমোশনাল হতে হবে। সেপ্টেম্বরে বাংলাদেশে মুক্তি পাবে। পরে আমেরিকা, কানাডা ও ভারতের চারটি রাজ্যে মুক্তির প্ল্যান আছে।

অন্যান্য অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, নিপুণ আক্তার, রওনক হাসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, বর্দা মিঠু, কচি খন্দকার, মনিরা মিঠু, আরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু, সাবিহা জামান, মুনতাহা এমিলিয়া। আইটেম গান পারফর্ম করেন মিষ্টি জান্নাত।

সুন্দরী প্রতিযোগিতা থেকে উঠে আসা সালওয়ার হাতে থাকা অন্য ছবির মধ্যে উল্লেখযোগ্য মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’, কবরীর ‘এই তুমি সেই তুমি’ ও শামীম আহমেদ রনীর ‘বুবুজান’।


মন্তব্য করুন