Select Page

অষ্টম সপ্তাহে ‘পরাণ’ ২৭, পঞ্চম সপ্তাহে ‘হাওয়া’ ৪৯ … দেখুন তালিকা

অষ্টম সপ্তাহে ‘পরাণ’ ২৭, পঞ্চম সপ্তাহে ‘হাওয়া’ ৪৯ … দেখুন তালিকা

হিট সিনেমার শক্তি দেখিয়ে দিল রায়হান রাফী পরিচালিত ‘পরাণ’ ও মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। প্রথমটি অষ্টম সপ্তাহে এসে প্রদর্শিত হচ্ছে ২৭ হলে, দ্বিতীয়টি পঞ্চম সপ্তাহে ৪৯টি হল পেয়েছে।

এখনো সিনেমা দুটি মাল্টিপ্লেক্সগুলোতে রাজত্ব করে যাচ্ছে। যেকোনো বিদেশি ছবির চেয়ে শরিফুল রাজের দুই সিনেমার শো বেশি।

পরাণ দেখা যাচ্ছে; রাজধানীতে স্টার সিনেপ্লেক্সের সব আউটলেট, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাস, মধুমিতা ও শ্যামলী। ঢাকার বাইরে রূপকথা – পাবনা, মধুবন সিনেপ্লেক্স – বগুড়া, রুটস সিনেক্লাব – সিরাজগঞ্জ, নিউমেট্রো – নারায়ণগঞ্জ, সিলভারস্ক্রীন – চট্টগ্রাম, সুগন্ধা – চট্টগ্রাম, গ্র্যান্ড সিলেট – সিলেট, পূরবী – ময়মনসিংহ, বনানী – ফতুল্লা, রূপসী – ভোলা, সংগীতা – খুলনা, চিত্রালী- খুলনা, মনিহার – মাধবপুর, তাঁজ – নওগাঁ, ভিক্টোরিয়া – শ্রীমঙ্গল, মধুমতি – ভৈরব, প্রিয়া – গৌরীপুর এবং গৌরী – শাহজাদপুর।

অন্যদিকে হাওয়া প্রদর্শিত হচ্ছে এই সব হলে—


মন্তব্য করুন