Select Page

‘পিঁপড়াবিদ্যা’র হিন্দি রিমেকের স্বত্ব কিনেছিলেন ইরফান

‘পিঁপড়াবিদ্যা’র হিন্দি রিমেকের স্বত্ব কিনেছিলেন ইরফান

মোস্তফা সরয়ার ফারুকীর ভাষা বদলের দুই ছবি ‘পিঁপড়াবিদ্যা’ ও ‘ডুব’। এর মধ্যে সর্বশেষ ছবিতে অভিনয় করেছিলেন বলিউড তারকা ইরফান খান। প্রয়াত অভিনেতা নাকি ‘পিঁপড়াবিদ্যা’র হিন্দি রিমেক নিয়ে খুবই আগ্রহী ছিলেন, এমনকি কিনে নেন স্বত্ব।

ফারুকীর বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম মিড ডে এক প্রতিবেদনে এ কথা জানায়।

বলা হচ্ছে, ইরফানের দেখা প্রথম বাংলাদেশি সিনেমা ‘পিঁপড়াবিদ্যা’। ‘ডুব’-এর প্রস্তাব পাওয়ার পরেই পরিচালকের আগের কাজ সম্পর্কে জানতে এ ছবি দেখতে শুরু করেন ইরফান।

ইরফান ‘পিঁপড়াবিদ্যা’য় এতটাই মুগ্ধ ছিলেন যে ছবিটি হিন্দিতে রিমেকও করতে চেয়েছিলেন! সাক্ষাৎকারে ফারুকী বলেন, ‘ইরফান ভাই ছবিটি হিন্দিতে করতে চাচ্ছিলেন। তিনি নেটফ্লিক্সে ছবিটি দেখেছিলেন। ছবির স্বত্বও কিনেছিলেন।’

এমনকি হিন্দি স্বত্বের সব ধরনের লেনদেনও হয়ে যায়। তবে প্রবল ব্যস্ততার কারণে প্রজেক্টটি আর আলোর মুখ দেখেনি। এরপর তো প্রয়াত হন ইরফান।

‘পিঁপড়াবিদ্যা’ ছবির দৃশ্য

ফারুকী বলেন, ‘এটা খুবই দুঃখের ব্যাপার যে আমরা তাকে হারিয়েছি। তিনি কেবল মহান শিল্পীই ছিলেন না, ছিলেন অসাধারণ একজন মানুষ। আমি সব সময়ই বলি তিনি অভিনেতা নন, কবি।’

কয়েক বছর আগে ‘ডুব’-এর শুটিংয়ে বাংলাদেশে এসে সংবাদ সম্মেলনে ইরফান বলেছিলেন, “আমার স্ত্রীর সঙ্গে ‘পিঁপড়াবিদ্যা’ দেখছিলাম। হাসতে হাসতে আমি বিছানা থেকে নিচে পড়ে যাই। বউ তো অবাক, কারণ আমি বাংলা ততটা বুঝি না, কিভাবে ছবির গল্প বুঝতে পারছি। আসলে এটা পরিচালকের কারণে হয়েছিল। তিনি যেভাবে মানুষের আচরণ, আবেগ পর্দায় তুলে ধরেন সেটা খুবই ইন্টারেস্টিং। সেটা এতটাই সংযুক্ত করে যে ভাষা না জানলেও আমার সমস্যা হয়নি।”

ফারুকীর সর্বশেষ ছবি ‘নো ল্যান্ডস ম্যান’ সম্প্রতি বুসান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। এতে অভিনয় করেছেন বলিউডের আরেক শক্তিমান অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দীকী।


মন্তব্য করুন